RIP Manab Mukherjee: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

Tuesday, November 29 2022, 8:50 am
highlightKey Highlights

দীর্ঘ অসুস্থতার পর অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে প্রয়াত বাম আমলের মন্ত্রী মানব মুখোপাধ্যায়, আগামীকাল দেহদান হবে।


চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়। মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে আজ, ২৯শে নভেম্বর, ২০২২  দুপুর ১১টা ৪৫ মিনিট নাগাদ মানব মুখোপাধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে গিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার-সহ দলের নেতারা।

Manab Mukherjee [CPM leader and Ex-minister of West Bengal]
Manab Mukherjee [CPM leader and Ex-minister of West Bengal]

মানব মুখোপাধ্যায়-এর মস্তিষ্কে আগেও রক্তক্ষরণ হয়েছিল দু’বার। প্রথম বার হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। সম্প্রতি ফের মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েচিল তাঁর। গত অগাস্ট মাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা মানবের শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়েছিল। তখন তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কয়েক বছর আগে এক বার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তাঁর। 

Brain attack
Brain attack

আজ চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে তার মরদেহ রাখা হবে এবং আগামীকাল ৩০শে নভেম্বর সকাল ১০ টায় সেখান থেকে বেরিয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিসে নিয়ে যাওয়া হবে মরদেহ। সকাল ১১টায় সিপিএমের রাজ্য দফতর, ১১টা ৩০ মিনিটে জেলা দফতর নিয়ে যাওয়া হবে। বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে গিয়ে দেহদান করা হবে।

তিনি সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক ছিলেন। পরে বেলেঘাটা থেকে জিতে মন্ত্রীও হয়েছিলেন। একসময় তিনি পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি ও পর্যটন মন্ত্রী ছিলেন তিনি। মন্ত্রী থাকার সময়ে জড়িয়েছিলেন চশমা বিতর্কেও। মার্ক্সবাদী তত্ত্ব চর্চায় রাজ্য সিপিএমে একটা সময়ে মানব ছিলেন সামনের সারিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় ছিলেন এই নেতা।

Organ Donation
Organ Donation



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File