মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে ইস্টবেঙ্গলের সংগ্রহশালার উদ্বোধন, আর্থিক অনুদানের ঘোষণা লাল-হলুদকে
১৭ই আগস্ট ক্লাবের একঝাঁক প্রাক্তনী, সভ্য-সমর্থকের সামনে ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল ক্লাবের সংগ্রহশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।
ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা রাজা সুরেশ চন্দ্র চৌধুরীর নামানুসারেই সংগ্রহশালার নাম রাখা হয়েছে রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভ। বুধবার বিকেল চারটের সময়ে ইস্টবেঙ্গল ক্লাবে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাবের পতাকা উত্তোলন করে সরাসরি তিনি চলে যান আর্কাইভ উদ্বোধন করতে।
রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কারা এদিন উপস্থিত ছিলেন জানেন
মুখ্যমন্ত্রীর সঙ্গে ইস্টবেঙ্গলে আজ এসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এ ছাড়াও ছিলেন মন্ত্রী সুজিত বসু এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
ইস্টবেঙ্গল ক্লাব এবং বছর বছর ইনভেস্টার বদল বর্তমানে একই কয়েনের এপিঠ-ওপিঠ। ইস্টবেঙ্গলের কর্তাদের আচরণে ক্লাবের সঙ্গে চেয়েও দীর্ঘ দিন সম্পর্ক ধরে রাখতে পারেনি কোয়েস। বেঙ্গালুরুর সংস্থা চলে গেলে ক্লাবে আসে দেশের অন্যতম বড় সংস্থা শ্রী সিমেন্ট। হরিমোহন বাঙুরের সংস্থার সঙ্গে গাঁঠছড়া বাঁধলেও ইস্টবেঙ্গল কর্তাদের কারণে শেষ পর্যন্ত ক্লাব থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় শ্রী সিমেন্ট।
বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাব জোট বেঁধেছে ইমামির সঙ্গে। দীর্ঘ টালবাহানা, নানা অজুহাতের পর ইমামির সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্রে সই করেছে লাল-হলুদ। তবে, এ দিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন 'আগামী কয়েক বছর সমস্যা হবে না আপনাদের।' এ দিন লাল-হলুদের সংগ্রহশালার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাধেশ্যাম গোয়েঙ্কা, মনীষ গোয়েঙ্কা এবং আদিত্য আগরওয়াল।
এ দিন লাল-হলুদ শাড়ি পড়ে তিনি ইস্টবেঙ্গলের সংগ্রহশালার উদ্বোধনে আসেন। ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র বিকাশ পাঁজি লাল-হলুদ উত্তোরীয় পরিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাঁর হাতে ইস্টবেঙ্গলের জার্সি তুলে দেন এক্সিকিউটিভ কমিটির সদস্য দেবব্রত সরকার যাঁকে নীতু নামেই চেনে সারা ময়দান।