চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে ফের বসতে চলেছে বিশেষ মেডিক্যাল বোর্ড
Friday, March 12 2021, 7:45 am
Key Highlightsশারীরিক অবস্থার উন্নতি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর চিকিৎসকেরা জানাচ্ছেন যে রাতে তাঁর ভালো ঘুম হচ্ছে পাশাপাশি চিকিৎসায় দ্রুত সারা দিচ্ছেন তিনি। যাতে তাকে আরও দ্রুত সুস্থ করে তোলা যায় এবং তাঁর শারীরিক আঘাত সেরে ওঠে, সেই কারণে আজ শুক্রবার বেলা ১১ টায় ফের তাঁর চিকিৎসার দ্বায়িত্বপ্রাপ্ত ৬ সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড বসেছে। মুখ্যমন্ত্রীর শরীরে অভাব রয়েছে সোডিয়ামের, তাই প্রতিদিনের ভিত্তিতে তাঁর চিকিৎসা করা হবে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। তবে কবে নাগাদ ছুটি হতে পারে তাঁর, সেই ব্যাপারে এখনও কিছু নির্ধারণ করা হয়নি।