রাজ্য

Madhyamik 2023 Result | ১৯ই মে প্রকাশ মাধ্যমিকের ফলাফল! টুইট করে জানালেন শিক্ষামন্ত্রী!

Madhyamik 2023 Result | ১৯ই মে প্রকাশ মাধ্যমিকের ফলাফল! টুইট করে জানালেন শিক্ষামন্ত্রী!
Key Highlights

চলতি মাসের মাঝেই মাধ্যমিক ২০২৩ এর ফল প্রকাশ। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।

চলতি মাসের ১৯ তারিখ প্রকাশ হবে মাধ্যমিক ২০২৩ (Madhyamik 2023) এর ফলাফল। বুধবার অর্থাৎ ১০ই মে টুইট করে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

শিক্ষামন্ত্রীর টুইট অনুযায়ী, ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। প্রতি বছরের মতোই রাজ্যের প্রথম দশ জনের নাম, বিদ্যালয় ও প্রাপ্ত নম্বর ঘোষণা করা হবে সাংবাদিকদের সামনে, যা লাইভ দেখানো হবে নানান সংবাদ টিভি চ্যানেলে। এছাড়াও মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে পর্ষদের ওয়েবসাইটে।

পরীক্ষার ফলফল অনলাইনে দেখতে ক্লিক করুন @wbresults.nic.in এই লিঙ্কে এবং এসএমএসের দ্বারা ফলাফল জানতে ৫৬০৭০ (56070) অথবা ৫৬২৬৩ (56263) করুন এসএমএস। জানা গিয়েছে বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে মাধ্যমিক ২০২৩ এর রেজাল্ট।

সূত্রের খবর, এই বছর অর্থাৎ ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদ (WEST BENGAL BOARD OF SECONDARY EDUCATION) সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। এবছর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত  হয়েছিলেন ১১৫৩ জন প্রধান পরীক্ষক এবং প্রায় ৪১ হাজার পরীক্ষক।

২০২৩  এর মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় ১৫ নম্বর প্রশ্নে গ্রাফ করতে দেওয়া হলেও ওইদিন কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌঁছয়নি গ্রাফ পেপার (Graph Paper)। যার ফলে প্রশ্নের মুখে পড়তে হয় পর্ষদকে। এই ঘটনা প্রসঙ্গে পর্ষদের তরফ থেকে জানানো হয়, পরীক্ষার খাতাতেই ছক কেটে দিতে হবে উত্তর। পরীক্ষার্থীর উত্তর মিললেই দেওয়া হবে পুরো নম্বর। এছাড়াও এই পরীক্ষার দিনে পর্ষদের আশ্বাস, এই ঘটনা কোনও পরীক্ষার্থীর রেজাল্ট প্রভাবিত করবে না।

উল্লেখ্য, এপ্রিল মাসের শেষদিকেই পর্ষদের তরফে জানানো হয়েছিল, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়ে গিয়েছে। ফলে শিগগরই  ফলপ্রকাশ করা হবে। পর্ষদের সেই সম্ভাবনাতেই সিলমোহর দিয়ে মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে, ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত রাজ্যে হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination 2023)। সংসদ সূত্রে খবর পাওয়া গিয়েছিলো, এপ্রিলের শেষে মোট উত্তরপত্রের ৮০ শতাংশের নম্বর জমা পড়ে। পর্ষদের লক্ষ্য, মে’র শেষ সপ্তাহেই উচ্চমাধ্যমিক ২০২৩ এর ফলপ্রকাশ করা। জানা গিয়েছে, মাধ্যমিকের ফল বেরনোর পরই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু করা হবে।


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Supreme Court | নেতাজির রহস্য উন্মোচন করা হোক! মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের বক্তব্য ‘সব রোগের ওষুধ সুপ্রিম কোর্টের নেই’
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo