একধাক্কায় ৫০ টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম, আপনার শহরে কত?
Wednesday, July 6 2022, 2:49 pm
Key Highlights
মধ্যবিত্তের হেঁশেলে বড় ধাক্কা। ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়া আবারও বিপাকে ফেলেছে সাধারণ মানুষকে।
দিল্লিতে ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ১০৫৩ টাকায় পাওয়া যাবে। ১৪.২ কেজি সিলিন্ডারের পাশাপাশি বেড়েছে ৫ কেজির ছোট ঘরোয়া সিলিন্ডারের দামও। এর দাম সিলিন্ডার প্রতি ১৮ টাকা বেড়েছে।অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এর দাম সিলিন্ডার প্রতি সাড়ে ৮ টাকা কমানো হয়েছে। তবে, এই স্বস্তি খুব বেশি নয়।
আপনার শহরে ডমেস্টিক সিলিন্ডারের রেট জানেন কি? আসুন তা জেনে নেওয়া যাক
- দিল্লি: ১০৫৩
- মুম্বই: ১০৫৩
- কলকাতা: ১০৭৯
- চেন্নাই: ১০৬৯
- লখনউ: ১০৯১
- জয়পুর: ১০৫৭
- পাটনা: ১১৪৩
- ইন্দোর: ১০৮১
- আহমেদাবাদ: ১০৬০
- পুনে: ১০৫৬
- গোরখপুর: ১০৬২
- ভোপাল: ১০৫৯
- আগ্রা: ১০৬৬
জানিয়ে রাখা যাক, এর আগে মে মাসে ঘরোয়া সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তখন প্রতি সিলিন্ডারের দাম উঠেছিল ৯৯৯ টাকা।
- Related topics -
- অর্থনৈতিক
- এলপিজি
- গ্যাস সিলিন্ডার
- মূল্যবৃদ্ধি