রাজনৈতিক

Lok Sabha Elections 2024 Schedule | রাজ্যে ৭ দফায় লোকসভা নির্বাচন! ফলাফল প্রকাশ হবে ৪ঠা জুন!

Lok Sabha Elections 2024 Schedule | রাজ্যে ৭ দফায় লোকসভা নির্বাচন! ফলাফল প্রকাশ হবে ৪ঠা জুন!
Key Highlights

লোকসভা নির্বাচন ২০২৪ এর তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে বাংলায় মোট সাত দফায় নির্বাচন হবে।

অবশেষে লোকসভা নির্বাচন ২০২৪ এর তারিখ (lok sabha election 2024 date) ঘোষণা করলো নির্বাচন কমিশন। ১৬ই মার্চ, শনিবার বেলা ৩টে নাগাদ সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন। এদিন সম্মেলনে উপস্থিত ছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইলেকশন কমিশনার রাজিব কুমার জানান, লোকসভা ২০২৪ (Lok Sabha 2024) নির্বাচন হবে ৭দফায়। ১৯সে এপ্রিল থেকে নির্বাচন শুরু হবে ২১টি রাজ্যে। নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ৪ঠা জুন।

লোকসভা নির্বাচন ২০২৪ এর সূচি!

নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন ২০২৪ এর তারিখ (lok sabha election 2024 date) এবং সম্পূর্ণ সময়সূচী ঘোষণা করেছে। লোকসভা নির্বাচন ২০২৪ সাত দফায় অনুষ্ঠিত হবে। ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার ভোট হবে ২১ রাজ্য। লোকসভা নির্বাচন ২০২৪ এর ফলাফল ৪ জুন ঘোষণা করা হবে। প্রথম দফায় ভোট ১৯ এপ্রিল হবে। সাত দফায় মোট ৫৪৩টি নির্বাচনী এলাকা কভার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এরপর দ্বিতীয় দফার নির্বাচন হবে ২৬ এপ্রিল। ৭ মে তৃতীয় দফার নির্বাচন হবে মোট ১২ রাজ্যে। চতুর্থ দফার নির্বাচন হবে ১৩ মে। পঞ্চম দফার নির্বাচন হবে ২০ মে। ষষ্ঠ দফার নির্বাচন হবে ২৫ মে। সপ্তম দফার নির্বাচন হবে ১ জুন।

  • প্রথম দফার ভোট - ১৯ এপ্রিল
  • দ্বিতীয় দফার ভোট - ২৬ এপ্রিল
  • তৃতীয় দফার ভোট - ৭ মে
  • চতুর্থ দফার ভোট - ১৩ মে
  • পঞ্চম দফার ভোট -  ২০ মে
  • ষষ্ঠ দফার ভোট - ২৫ মে
  • সপ্তম দফার ভোট - ১ জুন

উল্লেক্ষ্য, লোকসভা ২০২৪ (Lok Sabha 2024) নির্বাচনের  তারিখ ঘোষণার পরেই মডেল কোড অফ কন্ডাক্ট দেশজুড়ে কার্যকর হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালের নির্বাচন ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সাতটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল ঘোষণা করা হয়েছিল চার দিন পরে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে বাংলায় মোট সাত দফায় নির্বাচন হবে। ২০১৯ সালেও সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে।

বিধানসভা নির্বাচনের সূচি!

২৬ বিধানসভা আসনে উপনির্বাচন হবে বিধানসভা আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা আসনের নামও। লোকসভা নির্বাচনের সময়ের সঙ্গেই এই উপনির্বাচন হবে। পশ্চিমবঙ্গে বরাহনগর ও ভগবানগোলায় উপনির্বাচন হবে। অরুনাচল প্রদেশে ১৯ এপ্রিল বিধানসভা নির্বাচন হবে। ওড়িশায় নির্বাচন হবে ১৩ মে, ২৯ এপ্রিল। 

উল্লেক্ষ্য, এই প্রথমবার, নির্বাচন কমিশন ভোটের তারিখ, ভোটের পর্যায় এবং অন্যান্য বিশদ বিবরণ ঘোষণা করার জন্য একটি সাংবাদিক সম্মেলনের জন্য ২৪-ঘণ্টার নোটিশ দেয়। এর পাশাপাশি নির্বাচন কমিশন জানিয়েছে এই বছর সারা দেশে মোট ভোটার সংখ্যা ৯৬.৮ কোটি। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯.৭ কোটি জন এবং মহিলা ভোটার ৪৭.১ কোটি জন। ৮৫.৩ লাখ নতুন মহিলা ভোটার রয়েছেন এবারের নির্বাচনে। নতুন ভোটারদের মধ্যে মহিলা ভোটার বেশি। ৮২ লক্ষ ভোটার আছেন যাদের বয়স ৮৫ বছরের উপরে। এবার সারা দেশে ৮৫ বছরের বেশি বয়সী ও প্রতিবন্ধীরা (৪০ শতাংশের বেশি) বাড়ি থেকে ভোট দিতে পারবেন। এর জন্য বিশেষ ফর্মও জারি করবে নির্বাচন কমিশন।এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে যে এই বছরের নির্বাচনে প্রথমবার ভোট দেবেন ১.৮ কোটি জন। দেশে যুব ভোটার অর্থাৎ ২০-২৯ বছর বয়সী ১৯.৭৪ কোটি। বিশেষভাবে সক্ষম ভোটার ৮৮.৪ লক্ষ। ১০০ বছরের উর্ধ্বে বয়স এমন ভোটার রয়েছেন ২.১৮ লক্ষ। ট্রান্সজেন্ডার ভোটার ৪৮০০০ জন। ১০.৫ লক্ষ পোলিং বুথ। ১.৫ কোটি পোলিং অফিসার। ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, কমিশন জানিয়েছে ফৌজদারি মামলা রয়েছে এমন প্রার্থীদের স্থানীয় সংবাদপত্রে পরপর ৩ বার বিজ্ঞাপন দিতে হবে। রাজনৈতিক দলকেও জানাতে হবে, কেন ওই প্রার্থীকেই বেছে নিতে হল। নির্বাচনে হিংসা বরদাস্ত করা হবে না। বাহুবলের প্রয়োগ কমিয়ে আনতে পর্যাপ্ত সংখ্যক সিএপিএফ মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি, কমিশন জানিয়েছে, হিংসা বন্ধ করতে টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণ নজরদারি ও কন্ট্রোল রুম ২৪×৭ থাকবে। একইসঙ্গে সব রাজ্য ও জেলাশাসকের জানিয়ে দেওয়া হয়েছে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে ব্যবহার করা চলবে না।

অর্থবলের প্রয়োগ সম্পর্কে কমিশনের বক্তব্য সম্প্রতি ১১টি রাজ্যের বিধানসভা নির্বাচনে ৩৪০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর থেকে ‘শিক্ষা’ নিয়ে এবার রাজ্য ভিত্তিক কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। সব বিমানবন্দরে আয়কর দফতরের বিশেষ দল মোতায়েন থাকবে। যেখানেই হেলিকপ্টার ও চাটার্ড বিমান নামবে, নিয়ম অনুযায়ী সব জিনিসের পরীক্ষা করা হবে। রেলস্টেশনেও বিশেষ নজরদারি থাকবে। পাশাপাশি ভোটকর্মীদের পরামর্শ হিসেবে বলা হয়েছে যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেবে কমিশন।


Rabindra Jayanti | বংশের আসল পদবী ছিল না ‘ঠাকুর’! চিনে তিনি রবীন্দ্রনাথ নয় পরিচিত 'চু- চেন-তাং' নামে! জানুন কবিগুরুর সম্পর্কে অজানা তথ্য!
Hair Mask | গরমে তাপ, ধুলো থেকে রক্ষা করুন চুল! বাড়িতে বানানো হেয়ার মাস্ক ব্যবহার করে রুক্ষ-শুষ্ক চুলকে করে তুলুন প্রাণোজ্জ্বল!
Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla