লাইফস্টাইল

Lips Care | ঠোঁটের কালোভাব দূর করুন নিমেষের মধ্যে! ঘরোয়া পদ্ধতিতে আপনার ঠোঁট করুন গোলাপী ও মসৃণ!

Lips Care | ঠোঁটের কালোভাব দূর করুন নিমেষের মধ্যে! ঘরোয়া পদ্ধতিতে আপনার ঠোঁট করুন গোলাপী ও মসৃণ!
Key Highlights

রাস্তার ধুলো, ময়লা ও রোদের কারণে ধীরে ধীরে কালো হতে থাকে ঠোঁট। সাধারণ ঘরোয়া পদ্ধতিতে ফিরিয়ে আনুন আপনার ঠোঁটের স্বাভাবিক রঙ।

কর্মব্যস্ততার কারণে নিজের শরীরের আর আগের মতো যত্ন নিতে পারেন না অনেকেই। তারওপর অনিয়মিত জীবনের জন্য শরীরে, মুখে পড়তে থাকে ছাপ। ডার্ক সার্কেল (Dark Circle), ব্রণ (Acne) এর মতো সমস্যা তো লেগেই রয়েছে, নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কালো ঠোঁট বা ঠোঁটের কালোভাব (Lips Darkness)। প্রতিদিনের ধুলাবালি, ময়লা, যানবাহনের ধোঁয়া ঠোঁটে আটকে যায়, যা ধীরে ধীরে ঠোঁটে জমে ঠোঁট কালচে করে দেয়। মেয়েদের ক্ষেত্রে আবার সঙ্গে রয়েছে নানারকমের লিপস্টিকের (Lipstick) পরোক্ষ প্রভাব।

শীতকালে ঠোঁট ফাঁটার কারণে যেটুকু ঠোঁটের যত্ন নেওয়া হয়ে থাকে গরমকালে তার বিন্দু মাত্রও হয়না। এদিকে ধুলো, ময়লার সঙ্গে চড়া রোদ খুব সহজেই সাধারণ রঙের থেকে কালো করে দেয় ঠোঁট। তারওপর এখন মেয়েরা বাইরে বেরোলেই ব্যবহার করে থাকেন নানারকমের নানানা রঙের লিপস্টিক। প্রতিদিন এই লিপস্টিক ব্যবহারের কারণে এর মধ্যে থাকা রাসায়নিকের জন্যও কালো হতে থাকে ঠোঁট। অন্যদিকে যারা ধুমপান (Smoking) করেন, তাদের ক্ষেত্রে ঠোঁট কালো হওয়ার অন্যতম কারণই হল সিগারেটের নিকোটিন (Nicotine)।

সম্প্রতি ঠোঁটের কালোভাব কাটাতে নানা রকমের প্রসাধনী এসেছে বাজারে। যা অনেকেই প্রচুর অর্থের বিনিময়ে কিনে থাকেন। তবে অনেকক্ষেত্রেই সেই প্রসাধনীগুলিও কোনও উপকার করতে পারেনা। ফলে টাকা জলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যয় হয় সময়ও। তবে প্রচুর টাকা নষ্ট না করে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই আপনি খুব সহজে যত্নে রাখতে পারবেন আপনার ঠোঁট। এমনকি এতে দূর হবে ঠোঁটের কালোভাবও। ফলে দেখে নিন আপনার ঠোঁটের কালোভাব দূর করতে ও যত্ন নিতে কী লাগাবেন এবং কীভাবে লাগাবেন।

অ্যাপেল সিডার ভিনেগার | Apple Cider Vinegar :

 আপেল সিডার ভিনেগার ঠোঁটের কালোভাবকে দূর করে গোলাপী করতে সাহায্য করে। ঠোঁটের রঙ হালকা করতে এটি অত্যন্ত কার্যকরী। ঠোঁটের কালোভাব দূর করা ছাড়াও ঠোঁটকে মসৃণও করে তোলে অ্যাপেল সিডার ভিনেগার।

ঠোঁটের কালোভাব কাটাতে ১ চা চামচ জলে ১ চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার পাতলা করুন। সেটি একটু তুলোর মধ্যে বা তুলোর বলের মধ্যে দিয়ে ঠোঁটে ঘষুন এবং সেটি ১০ থেকে ১২ মিনিট পর ধুয়ে ফেলুন। আপেল সাইডার ভিনেগার প্রাকৃতিক আলোক এজেন্ট হিসেবে কাজ করে এবং ঠোঁটের পিগমেন্টেশন দূর করে। তবে এটি ত্বকে বেশিক্ষণ রেখে দিলে এর অ্যাসিডিটির কারণে আপনার ত্বকের ক্ষতি হতে পারে।

লেবু এবং মধু |  Lemon and Honey:

 লেবুর রস ঠোঁটের ব্লিচ (Bleach) ও এক্সফোলিয়েট (Exfoliator) হিসেবে কাজ করে। ঠোঁটে কোনো সংক্রমণ থাকলে লেবু এ্যান্টিসেপটিক (Antiseptic) হিসেবে কাজ করে। পাশাপাশি ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে। মধু ঠোঁটের রুক্ষতা কমিয়ে ঠোঁটকে নরম ও মসৃণ করে তোলে।

ঠোঁটের যত্ন নিয়ে  ১ থেকে ২ ফোটা লেবুর রসের সঙ্গে  ১ থেকে ২ ফোটা মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণটি নিয়ে ভালো করে পুরো ঠোঁটে লাগান। ১০ মিনিট রেখে ঠোঁট  ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে মিশ্রণটি দিনে ২ বারও লাগাতে পারেন।

বিটরুট | Beetroot:

শরীরের মতো বিটরুট অনেক উপকারী ঠোঁটের জন্যও। ঠোঁটের কালোভাব দূর করতে এবং ঠোঁটের মরা চামড়া উঠিয়ে, ঠোঁটকে হাটড্রেট (Hydrate) করে বিটরুট। ঠোঁটকে সুস্থ রাখতে বিটরুট কেটে কয়েক মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। কিছুক্ষণ পর সেই ঠান্ডা বিটরুটের টুকরো ঠোঁটে আসতে আসতে ঘষুন। এভাবে ২ থেকে ৩ মিনিট বিটরুট ঘষে ঠোঁট ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে প্রত্যেক দিন এটি করুন।

গোলাপের পাপড়ি ও গ্লিসারিন | Rose Petals and Glycerin :

ঠোঁটের সৌন্দর্য বাড়াতে গ্লিসারিন খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকর উপাদান। ফেটে যাওয়া ঠোঁটকে হাইড্রেট ও নমনীয় করে তুলতে এবং ঠোঁটের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে গ্লিসারিন। এছাড়া গ্লিসারিনের সাথে গোলাপের পাপড়ি মিশিয়ে লাগালে ঠোঁট হয় নরম ও মসৃণ।

গোলাপের পাপড়ি ও গ্লিসারিন দিয়ে ঠোঁটের যত্ন নিতে প্রথমে ২ থেকে ৩ টি গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিন। এরপর সেই গুঁড়ো গ্লিসারিনের মধ্যে মিলিয়ে পুরো ঠোঁটে লাগিয়ে রেখে দিন। ১০ মিনিটের ঠোঁট ধুয়ে ফেলুন। দ্রুত ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে এটি প্রতিদিন ব্যবহার করুন।

চিনির স্ক্রাব | Sugar Scrub:

মুখের মতো ঠোঁটের জন্যও স্ক্রাবার অত্যন্ত ভালো ও জরুরি। ঠোঁটে চিনির স্ক্রাব করলে ঠোঁটের মরা চামড়া দূর হয়ে নতুন চামড়া গঠন করতে সাহায্য করে। এটি ঠোঁটকে এক্সফোলিয়েট করার পাশাপাশি ঠোঁটকে সতেজ ও গোলাপি করতে সাহায্য করে।

চিনির স্ক্রাব বানাতে প্রথমে, ১ চা চামচ চিনির সঙ্গে ২ থেকে ৩ ফোটা লেবুর রস মিশান। এরপর ঠোঁটে স্ক্রাবটি লাগিয়ে ৩ থেকে ৪ মিনিটের জন্য ঘষে ধুয়ে ফেলুন ও ঠোঁটে কোনও করিম লাগিয়ে নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার চিনির স্ক্রাব ব্যবহার করুন।


New Rules From 1st May | আগামী ১ মে থেকে ICICI, HDFC ও Yes ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বসাতে চলেছে অতিরিক্ত শুল্ক! বদল হবে ক্রেডিট কার্ডের নিয়মও!
West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Successful Businessman | ভারতের সফল ব্যবসায়ী রতন টাটা,ধীরুবাই আম্বানি,গৌতম আদানির প্রথম চাকরি কী ছিল জানেন? কেউ কাজ করতেন গ্যাস স্টেশনে, কেউ ওষুধের দোকানে!
আজকের সেরা খবর | কলকাতায় সর্বকালীন রেকর্ড গরম ৪৩ ডিগ্রি! পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে দু’তিন চূড়ান্ত সতর্কতা! এরই মাঝে বৃষ্টির আশ্বাস দিলো হাওয়া অফিস!
Gandhi Jayanti | 'জাতি ও অহিংসার জনক'! গান্ধীজির শ্রদ্ধার্ঘ্যে একই দিন পালন 'আন্তর্জাতিক অহিংসা দিবস'!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla