খেলাধুলা

নতুন করে ফের পেলের নজির ভেঙে লিওনেল মেসি বিশ্ব রেকর্ড গড়লেন

নতুন করে ফের পেলের নজির ভেঙে লিওনেল মেসি বিশ্ব রেকর্ড গড়লেন
Key Highlights

নেদারল্যান্ডসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ শেষে টাই ব্রেকারে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের স্থান করে নিয়েছে আর্জেন্টিনা।

লিওনেল মেসির অসাধারণ ফুটবল এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিশ্বস্ত হাতের উপর নির্ভর করে বিশ্ব জয়ের স্বপ্ন অক্ষত রয়েছে আর্জেন্টাইনদের। তবে, কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে বেগ পেতে হয়ে তা থেকে আশা করা যায় শিক্ষা নিয়েই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কোলানির দল।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের দিন নতুন বিশ্ব রেকর্ড তৈরি করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফুটবল সম্রাট পেলেকে পিছনে ফেলে বিশ্বকাপের নক আউটে সর্বাধিক অ্যাসিস্ট করার নজির গড়লেন ফুটবল যুবরাজ। আর্জেন্টিনার প্রথম গোলটিতে ছিল মেসির বুদ্ধিমত্তার ছাপ। তাঁর ডিফেন্স চেরা থ্রু বল ধরে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম গোলটি এনে দিয়েছিলেন রাইট ফুল ব্যাক নাহুয়েল মোলিনা। এই অ্যাসিস্টের সৌজন্যে নিজের কেরিয়ারে খেলা প্রতিটি বিশ্বকাপ মিলিয়ে নক আউটে এটি ছিল মেসির পাঁচ নম্বর অ্যাসিস্ট। বিশ্বকাপের এই পর্যায়ে কোনও ফুটবলার এতগুলো অ্যাসিস্ট করেনি (১৯৬৬ সাল থেকে ধরে এই তথ্য কারণ তখন থেকেই ওপটা রেকর্ড রাখা শুরু করে)। এই অ্যাসিস্টের সৌজন্যে তিনি ছাপিয়ে গেলেন পেলেকে। বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা পেলে বিশ্বকাপের নক-আউট পর্যায়ে চারটি অ্যাসিস্ট করেছিলেন।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে মেসির নামের পাশে চলতি বিশ্বকাপে ছিল তিনটি গোল। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেনাল্টি থেকে করা গোলের সৌজন্যে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৪। এর ফলে নিজের খেলা সব বিশ্বকাপ মিলিয়ে ১০টি গোল করে ফেললেন মেসি। বিশ্বকাপে ১০টি গোলের সৌজন্যে আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গে একই আসনে সারিতে জায়গা করে নিলেন মেসি। ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে তিনটি বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে ১২ ম্যাচে ১০টি গোল করেছিলেন বাতিস্তুতা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলের সৌজন্যে চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা পাঁচটি ম্যাচেই গোল পেলেন মেসি এবং জাতীয় দলের জার্সিতে ১৭০ ম্যাচে তাঁর গোল সংখ্যা দাঁড়াল ৯৫টি। এই নিয়ে চলতি বিশ্বকাপে তিনটি পেনাল্টির মধ্যে দুইটি থেকে গোল করলেন মেসি। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন মেসি, কিন্তু পোল্যান্ডের বিরুদ্ধে তিনি পেনাল্টি মিস করেন। আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে।




East Bengal vs Indian Air Force | গুনে গুনে ৬ গোল! নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে সহজ জয় পেলো ইস্টবেঙ্গল
Bibhas Adhikari | ভুয়ো ‘ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’র অফিস খুলে বসেছিলেন! গ্রেপ্তার নিয়োগ কেলেঙ্কারির আসামী বিভাস অধিকারী
Nabanna Abhijan | বদলানো হয়েছে ইনজুরি রিপোর্ট! বিস্ফোরক অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের
North Bengal | টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ফুঁসছে পাহাড়ি নদী, সেন্ট্রাল ডুয়ার্সে বিচ্ছিন্ন যোগাযোগ
Humayun Kabir | ছাব্বিশের নির্বাচনের আগেই তৃণমূলে ভাঙন! নতুন দল গড়ার ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo