খেলাধুলা

FIFA World Cup 2022: ১৬ বছর চেষ্টার পর অবশেষে বিশ্বকাপ জিতলেন মেসি

FIFA World Cup 2022: ১৬ বছর চেষ্টার পর অবশেষে বিশ্বকাপ জিতলেন মেসি
Key Highlights

Lionel Messi: বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ খুললেন। মেসি এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না।

জনপ্রিয় ফুটবলার মেসির অবসর নিয়ে আগেই জল্পনার শুরু হয়েছিল। গতকাল কাতারে ফুটবল বিশ্বকাপ ২০২২ জয়ের পরেই আর্জেন্টাইন কিংবদন্তি ঘোষণা করেছেন যে তিনি শীঘ্রই অবসর নিচ্ছেন না। 

তাঁর কথামতোন তিনি ফিফা বিশ্বকাপ ২০২২-এর সোনার ট্রফি জয় করেই  বিশ্বকাপ অভিযান শেষ করতে চেয়েছিলেন। কিন্তু বর্তমানে স্বপ্ন সত্যি হয়েছে। তাই তিনি গর্বের সাথে জানিয়েছেন যে তিনি এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না। 

লক্ষ্য সফল! ৩৫ বছর বয়সী মেসি দেশকে আগেই কোপা আমেরিকা এবং ফাইনাসিলিমা ট্রফি দিয়েছেন। স্বভাবতই তিনি উচ্ছ্বসিত। কিন্তু তাও তাঁর স্বপ্ন ছিল, তিনি মনে প্রাণে চেয়েছিলেন কাতার থেকে বিশ্বকাপ ট্রফি নিজের দেশে নিয়ে যেতে। 

একজন পূর্ণ ফুটবলার হিসাবে অর্জন করার মতো আর কিছুই বাকি নেই মেসির। তবুও বিশ্ব চ্যাম্পিয়ন দল-আর্জেন্টিনার হয়ে আরও কয়েকটা ম্যাচ খেলতে চান মেসি। তিনি এবিষয়ে অবগত যে নিয়ম অনুযায়ী, এক দিন তার জায়গা ছেড়ে দিতেই হবে পরের প্রজন্মকে। কিন্তু সেই শেষের দিন কবে তা তিনি এখনও জানেন না। 

২০০৫ সাল থেকে আর্জেন্টিনার হয়ে খেলছেন মেসি। এখনও পর্যন্ত দেশের হয়ে মোট ১৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন; গোল করেছেন ৯৮টি। আর দু’টি গোল করলেই দেশের হয়ে ১০০টি গোল করার নজির গড়বেন তিনি। 

This will be remembered as one of the most thrilling Football matches! Congrats to Argentina on becoming #FIFAWorldCup Champions! They’ve played brilliantly through the tournament. Millions of Indian fans of Argentina and Messi rejoice in the magnificent victory! @alferdez,

PM Modi tweeted.