স্বাস্থ্য

প্রতিদিন চিনি, মিষ্টি খেলেও সুগার হয় না! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিশিষ্ট চিকিৎসকরা

প্রতিদিন চিনি, মিষ্টি খেলেও সুগার হয় না! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিশিষ্ট চিকিৎসকরা
Key Highlights

ডায়াবেটিস একটি জটিল রোগ। তবে চিনি বা মিষ্টি খেলেই যে ডায়াবেটিস হবে, এমন কোন গ্যারান্টি নেই। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের মিষ্টি কম খাওয়াই ভালো।

দেশের প্রায় প্রতি বাড়িতেই রয়েছে ডায়াবিটিস আক্রান্ত রোগী। ফলে এই রোগের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন করা অবশ্যই অহেতুক। তাই প্রতিটি মানুষকে এই রোগ প্রতিরোধের ব্যপারে জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা।

ডায়াবিটিস হল একটি বিপাকীয় রোগ। এই রোগের ক্ষেত্রে শরীর শর্করাকে ঠিকমতো কাজে লাগাতে পারে না। ফলে রক্তে সুগার বাড়ে। আসলে আমাদের শরীরে শর্করাকে কাজে লাগায় ইনসুলিন হরমোন। এই হরমোন আমাদের প্যাংক্রিয়াস থেকে বের হয়। কোনও কারণে এই হরমোন কম বের হলে বা একদম না বের হলে শর্করাকে কাজে লাগানো যায় না। তখন রক্তে বাড়ে সুগার। এই পরিস্থিতিকে ডায়াবিটিস বলে।

তবে সুগার থাকলে বা যাঁদের বর্ডারলাইন ডায়াবিটিস রয়েছে তাঁদের কিন্তু চিনি বা মিষ্টি খাবার থেকে দূরে থাকতে হবে। সেক্ষেত্রে এই ধরনের খাবার একেবারে বিষের সমান। তাই এই খাবার তখন একেবারেই এড়িয়ে চলতে হবে। তবেই সমস্যা থেকে বেরনো সম্ভব হবে। নইলে প্রতিদিন বাড়তে থাকবে জটিলতা।


SSC | প্রকাশিত হলো SSC-এর রেজ়াল্ট, ভরতে চলেছে একাদশ-দ্বাদশের শূন্যপদ, রেজাল্ট দেখবেন কীভাবে?
SIR-WB | ২০০২-এর তালিকায় নাম নেই, অথচ ভোট দিয়েছেন প্রতিবারই! সেক্ষেত্রে কী করবেন?
SIR-BLO | SIR-এর কাজের জন্যে BLO-দের দেওয়া হচ্ছে বিশেষ কিট ব্যাগ, কী কী থাকছে ব্যাগে?
SIR Document | কাল থেকেই বাড়িতে বাড়িতে পৌঁছবে এনুমারেশন ফর্ম, বাবা মায়ের নাম না থাকলে কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন?
Breaking News | চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনে চলবে ‘অরণ্যের দিনরাত্রি’, আর কী কী রয়েছে লিস্টে?
Bankim Chandra and Vande Mataram | বঙ্কিমচন্দ্রের সৃষ্ট 'বন্দেমাতরম' গানের 'রাগ' বদল করেন রবীন্দ্রনাথ!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo