ভারতে মারাত্মক মাঙ্কিপক্সের থাবার আশঙ্কা! উপসর্গ, চিকিৎসা সম্পর্কে জানালেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক
দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বিদেশ থেকে ফেরার পর জ্বর ,গলা ব্যথার মতো লক্ষণ দেখা দিলে প্রতিটি মানুষকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে।
ফের একবার ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হতে পারেন মানুষ। কারণ এবার দেশে মাঙ্কিপক্সের প্রথম কেস সামনে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে উত্তরপ্রদেশের এক ৫ বছরের শিশুর শরীরে এই ভাইরাস রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গাজিয়াবাদের সিএমও জানিয়েছেন, বাচ্চা মেয়েটির শরীরে Rash দেখা যায়। Rash চুলকাচ্ছিল। আর কোনও সমস্যা তার শরীরে দেখা যায়নি। এমনকী তার শেষ ১ মাসে বিদেশ যাত্রার কোনও ইতিহাসও নেই।
এই ভাইরাসের কী কী লক্ষণ লক্ষ্য করা যায়, জেনে নেওয়া যাক
মোটামুটি ২১ দিনের মধ্যে বিদেশ থেকে, বিশেষত, যেই জায়গায় এই রোগটি হচ্ছে সেই অংশ থেকে ফেরত মানুষের উপর নজর রাখতে হবে। এক্ষেত্রে এই লক্ষণ দেখা দিলে সতর্ক হয়ে যান-
১. জ্বর
২. গলা ব্যথা
৩. মাথা ব্যথা
৪. Rash
৫. গলার গ্ল্যান্ড ফুলে ওঠা ইত্যাদি।
- Related topics -
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- মাঙ্কিপক্স
- ভাইরাস