Ameen Sayani | প্রযোজনা করেছেন প্রায় ৫৪,০০০ রেডিও শো! চির ঘুমে ‘গীতমালা’র কণ্ঠ! পড়ুন আমিন সায়ানির জীবনী!

Wednesday, February 21 2024, 1:21 pm
highlightKey Highlights

প্রয়াত 'বিনাকা গীতমালা' খ্যাত কিংবদন্তি রেডিয়ো উপস্থাপক আমিন সায়ানি। পড়ুন আমিন সায়ানির জীবনী।


"নমস্কার ভাইয়োঁ অউর বহেনো, ম্যায় আপকা দোস্ত আমিন সায়ানি বোল রাহা হুঁ।" এই মানুষটার কণ্ঠ শুনতেই সকল কাজবাজ ফেলে রেডিওর সামনে বসতেন টেলিভিশন, স্মার্টফোনহীন যুগের অসংখ্য মানুষ। ২০২৪ সালের ২০ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গেলেন বিনাকা গীতমালা’র সেই স্বর, কিংবদন্তি রেডিয়ো উপস্থাপক আমিন সায়ানি (Ameen Sayani)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ছেলে রাজিল সায়ানি। জানা গিয়েছে,হৃদরোগে আক্রান্ত হয়ে নিশ্বাস ত্যাগ করে তিনি। দক্ষিণ মুম্বইয়ে আমিন সায়ানির শেষকৃত্য হবে কিংবদন্তির।

প্রয়াত 'বিনাকা গীতমালা' খ্যাত কিংবদন্তি রেডিয়ো উপস্থাপক আমিন সায়ানি
প্রয়াত 'বিনাকা গীতমালা' খ্যাত কিংবদন্তি রেডিয়ো উপস্থাপক আমিন সায়ানি

 ‘বহেনো অউর ভাইয়ো’

Trending Updates

আমিন সায়ানির অনুষ্ঠান 'বিনাকা গীতমালা', যা রেডিও সিলন (Radio Ceylon) এবং পরে অল ইন্ডিয়া রেডিওর বিবিধ ভারতী (All India Radio Vividh Bharti)তে প্রায় ৪২ বছর ধরে সম্প্রচারিত হয়েছিল। এই অনুষ্ঠান অনেকের অনেক সাফল্যের রেকর্ড ভেঙে দিয়েছিল। আমীন সায়ানি ২১শে ডিসেম্বর, ১৯৩২ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন। ছোটবেলার থেকেই রেডিও সঞ্চালনার প্রতি আগ্রহ চিলকো তাঁর। ফলে মাত্র ১৩ বছর বয়সেই তিনি আশ্চর্যজনকভাবে এআইআর (AIR) বোম্বেতে একজন সম্প্রচারক হিসেবে কাজ শুরু করেন এবং শিশুদের জন্য ইংরেজিতে সম্প্রচারিত অনুষ্ঠানগুলিতে অংশ নেন। উল্লেখ্য, তিনি বহুভাষিক পরিবারে জন্মগ্রহণ করেন, ফলে শিশুকাল থেকেই নানান ভাষাভাষী ও শব্দের সঙ্গে পরিচিত আমিন সায়ানি। মুম্বাইয়ের নিউ এরা স্কুলে ইংরেজি এবং গুজরাটি ভাষায় তাঁর প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়েছিল। পরে ১৯৫৪ সালে, তিনি গোয়ালিয়রে স্থানান্তরিত হন এবং সিন্ধিয়া স্কুলে পড়াশোনা করেন। স্বাধীনতার পরে, তিনি মুম্বাইতে ফিরে আসেন। ততক্ষণে তিনি বেশ কয়েকটি প্রোগ্রামে ইংরেজি সম্প্রচারকারী হিসাবে কাজ করার দক্ষতা অর্জন করে নেন। কিন্তু সেই সময়ে, তিনি অল ইন্ডিয়া রেডিওর হিন্দি বিভাগে যেতে চেয়েছিলেন। তবে অডিশনের পর, তাঁকে প্রত্যাখ্যান করা হয়েছিল। কারণ তাঁর উচ্চারণে ছিল ইংরেজি এবং গুজরাটির টান। কিন্তু তিনি এমন ব্যক্তি ছিলেন না যে এত সহজে হাল ছেড়ে দেবেন। 

আমিন সায়ানি (Ameen Sayani) তাঁর ভাইয়ের কাছে রেডিও সিলন (Radio Ceylon) এর হিন্দি বিভাগে একটি সুযোগ চেয়েছিলেন। তবে তাঁর ভাই অস্বীকার করেন, কারণ আমিনকে ইতিমধ্যেই তাঁর উচ্চারণের জন্য অল ইন্ডিয়া রেডিও সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিল। তখন আমিন সায়ানি ‘ওভালটাইন ফুলওয়ারি’ প্রোগ্রামে ঘোষক হিসেবে চাকরি পান।

 'বিনাকা গীতমালা' রেডিও সিলন এবং অল ইন্ডিয়া রেডিওর বিবিধ ভারতীতে প্রায় ৪২ বছর ধরে সম্প্রচারিত হয়েছিল
 'বিনাকা গীতমালা' রেডিও সিলন এবং অল ইন্ডিয়া রেডিওর বিবিধ ভারতীতে প্রায় ৪২ বছর ধরে সম্প্রচারিত হয়েছিল

একদিন আমিন সায়ানি 'বিনাকা গীতমালা' প্রোগ্রাম সম্পর্কে জানতে পারেন। ফলে ১৯৫২ সালে তিনি সেই প্রোগ্রামের সুযোগ গ্রহণ করেন এবংতৈরী করেন ইতিহাস। তিনি অল ইন্ডিয়া রেডিওকে বিখ্যাত করতে সাহায্য করেছিলেন। রেডিওর কিছু বিখ্যাত অনুষ্ঠান যা তিনি প্রযোজনা ও কম্পোজার করেছেন তা হল- সিবাকা, রেডিও সিলন (Radio Ceylon) এ ও এরপরে ১৯৫২ সাল থেকে ৪২ বছরেরও বেশি সময় ধরে অল ইন্ডিয়া রেডিওর বিবিধ ভারতী (All India Radio Vividh Bharti)এ 'বিনাকা গীতমালা', ৭ বছর ধরে অল ইন্ডিয়া রেডিও বিবিধ ভারতীতে ফিলমি মুলাকাত, অল ইন্ডিয়া রেডিওতে ৪ বছর ধরে 'সারিদন কে সাথী', 8 বছরের জন্য বর্নভিটা কুইজ প্রতিযোগিতা, ৭ বছর ধরে শালিমার সুপারলাক জোডি, মারাঠা দরবার শো সীতারন কি পাসন্দ, চামক্তায় সিতারায়, মেহেকতিয়া ১৪ বছর ধরে এবং ৪ বছরের সংগীত কে সিতারো কি মেহফিল-সহ আরও একাধিক রেডিও অনুষ্ঠান।

একজন সম্প্রচারক ব্যতীত, তিনি ভূতবাংলা, টিন দেবিয়ান, বক্সার এবং কাতলের মতো অনেক চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছেন। এছাড়াও তিনি ১৯৬০-৬২ সালে টাটা অয়েল মিলস লিমিটেডের (Tata Oil Mills Limited) ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসাবেও কাজ করেছিলেন। তিনি ক্যাসেট ও সিডিতে বেশ কিছু সাউন্ড হাইলাইট তৈরি করেছেন। ১৯৭৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সোয়াজিল্যান্ড, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, ফিজি এবং নিউজিল্যান্ডে ভারতীয় রেডিও শো এবং বিজ্ঞাপন রপ্তানির ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।

আমিন সায়ানি ভূতবাংলা, টিন দেবিয়ান, বক্সার এবং কাতলের মতো অনেক চলচ্চিত্রে কাজ করেছেন
আমিন সায়ানি ভূতবাংলা, টিন দেবিয়ান, বক্সার এবং কাতলের মতো অনেক চলচ্চিত্রে কাজ করেছেন

বিশ্বখ্যাত আমিন সায়ানির কণ্ঠ!

এশিয়া ছাপিয়ে আমিন সায়ানি যুক্তরাজ্যের 'ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের এথনিক নেটওয়ার্ক'-এ সম্প্রচারিত "ফিল্ম স্টার ইন্টারভিউগুলির মিনি ইনসার্টেশনস অফ ফিল্ম স্টার ইন্টারভিউ"-এর পঁয়ত্রিশ কিস্তির মতো বিপুল পরিমাণ আন্তর্জাতিক রেডিও শো-গুলির একটি "মিউজিক ফর দ্য মিউজিক"-এর আধা ডজন পর্বতেও কাজ করেন। এছাড়া বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস রেডিওতে 'দ্য মিলিয়নস', লন্ডনের 'সানরাইজ রেডিও'তে "ভিটি কাহাঙ্গামা" সম্প্রচারের জন্য সাড়ে চার বছর, সংযুক্ত আরব আমিরাতের 'রেডিও উম্মুল কুওয়াইন'-এ চার বছর ধরে "গীতমালা কি ইয়াদেইন" সম্প্রচার করা হয়েছে। 'রেডিও এশিয়া', সংযুক্ত আরব আমিরাত আট মাস ধরে, টরন্টো, ওয়াশিংটন, হিউস্টন, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং বোস্টনে 'জাতিগত রেডিও স্টেশন'-এর "হাঙ্গামে" মোট আড়াই বছর ধরে, "সংগীতপাহেলি" রেডিও ট্রুরোতে, দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড এক বছরের জন্য কাজের নিযুক্ত ছিলেন কিংবদন্তি রেডিয়ো উপস্থাপক আমিন সায়ানি।

পুরস্কার ও সম্মাননা :

আমিন সায়ানি ২০০৯ সালে পদ্মশ্রী (Padma Shri) দ্বারা সম্মানিত হয়েছিলেন। এছাড়াও, তিনি ২০০৬ সালে ইন্ডিয়া রেডিও ফোরামের সাথে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে লিভিং লিজেন্ড অ্যাওয়ার্ড (Living Legend Award from Federation of Indian Chamber of Commerce and Industry), ২০০৩ সালে কান হল অফ ফেম অ্যাওয়ার্ডের মতো অনেক পুরস্কার পান। মির্চি, গোল্ডেন অ্যাবি অ্যাডভার্টাইজিং ক্লাব, বোম্বে; ২০০০ সালে অসামান্য রেডিও ক্যাম্পেইনের জন্য তার "বিনাকা গীতিমালা", ১৯৯৩ সালে ইন্ডিয়ান একাডেমি অফ অ্যাডভারটাইজিং ফিল্ম আর্ট থেকে হল অফ ফেম পুরস্কার, ১৯৯২ সালে বছরের সেরা ব্যক্তিত্বের পুরস্কার, লিমকা বুক অফ রেকর্ডস, ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাডভার্টাইজার্স পেয়েছেন আমিন সায়ানি।

আমিন সায়ানি ২০০৯ সালে পদ্মশ্রী দ্বারা সম্মানিত হয়েছিলেন
আমিন সায়ানি ২০০৯ সালে পদ্মশ্রী দ্বারা সম্মানিত হয়েছিলেন

আমিন সায়ানি প্রায় ৫৪,০০০ রেডিও শো প্রযোজনা এবং ভয়েস ওভারের রেকর্ড করেছেন। প্রায় ৯০ হাজার জিঙ্গলের ভয়েস ওভার দেওয়ার জন্য লিমকা বুক অফ রেকর্ডসে তাঁর নাম তালিকাভুক্ত হয়। আমিন সায়ানি 'ভূত বাংলা', ‘তিন দেবিয়াঁ’ এবং ‘কাতাল’-এর মতো ছবিতে ঘোষক হিসাবে কাজ করেছেন। সিনেমার দুনিয়ার তারকাদের নিয়ে তাঁর শো 'এস কুমারস কা ফিল্মি মুকাদ্দামা' শোটি রেডিওতে বেশ জনপ্রিয় ছিল। রেডিও ও বিনোদন জগতে আমিন সায়ানির অবদান অপরিসীম। স্বাভাবিকভাবেই আমিন সায়ানির প্রয়াণের খবরে শোকের ছায়ায় ঢেকেছে বিনোদন জগৎ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File