লাইফস্টাইল

Last Minute Mother's Day Gift | মাতৃ দিবসের শেষ ক্ষণে 'মা'কে দিতে পারেন এই উপহার!

Last Minute Mother's Day Gift | মাতৃ দিবসের শেষ ক্ষণে 'মা'কে দিতে পারেন এই উপহার!
Key Highlights

মাতৃ দিবসে ' মা ' কে উপহার দিতে ভুলে গেছেন? অথবা পাননি সময়? দিনের শেষ মুহূর্তেও চমক দেওয়ার জন্য রইলো উপহারের আইডিয়া!

বছরের প্রত্যেকটা দিন, কোনও রকম ছুটি ছাড়াই আমাদের দেখাশোনা থেকে শুরু করে পরিবারের দায়িত্ব নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আসেন মা! পরিবারের সকল সদস্যের ভালো মন্দ, পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছা খেয়াল রেখে চলেছেন প্রত্যেক পরিবারের মায়েরা। আর তাই মায়েদের অসম্ভাবনিয় পরিশ্রম, প্রতিদানকে সম্মান জানাতে প্রায় গোটা বিশ্ব জুড়ে ১৪ই মে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother's Day)।

আমরা অনেকেই এই দিনটাকে সুন্দর ও বিশেষ করে তুলতে মায়ের জন্য নানারকমের উপহার (Gift) বা কাজ করে থাকি। নানা রকমের উপহার দিয়ে বা মাকে কোথাও ঘুরতে নিয়ে গিয়ে আবার গোটা দিনটার জন্য মায়ের সব দায়িত্ব কাজ নিজের ঘাড়ে নিয়ে মাকে একটু খুশি করার চেষ্টা করে থাকেন অনেকে। তবে অনেক সময়ই জীবনের চাপে ও সময়ের অভাবে মাকে উপহার দিতে ভুলে যান অনেকে। আবার সেই গোটা একটা বছরের অপেক্ষা। তবে হতাশ না হয়ে এই দিনের শেষ মুহূর্তেও মাতৃদিবসের দিনটিকে করে তুলতে পারেন চমকদার। আপনার জন্য মাতৃদিবসের শেষ মুহূর্তে মাকে দেওয়ার জন্য রইলো বেশ কিছু উপহারের ধারণা।

১. ফুল | Flowers :

মাতৃদিবস শেষ হতে চললেও পরের দিন সকালেই আপনার মাকে তার পছন্দের ফুল বা ফুলের গাছ দিয়ে চমক দিতে পারেন। ফুল বরাবরই ভালোবাসা নিবেদন করার এক চিহ্ন। ফলে এবারের মাতৃদিবসে আপনার মায়ের পছন্দের ফুলের গাছ বা তোড়া (Flower Tree or Flower Bouquet) দিয়ে মাকে দিন সারপ্রাইজ!

২. ব্যক্তিগত ফটো অ্যালবাম | Personalized Photo Album :

স্মৃতিকে উজ্জ্বল রাখতে সব থেকে ভালো উপায় হলো ফটো (Photo)। আপনার মায়ের নানা রকমের ভালো স্মৃতির ছবি দিয়ে তৈরি করতে পারেন তার নিজস্ব একটি ফটো অ্যালবাম। যেখানে তার নিজের, তার পছন্দের মানুষদের সঙ্গে নানা রকমের ছবি থাকবে। অ্যালবামে (Album) অবশ্যই পরবর্তীকালের ছবি আটকানোর জন্য যায়গা রাখবেন।

৩. স্পা | Spa :

মায়েরা প্রত্যেক দিন কোনো রকম ছুটি ছাড়াই পরিবারের জন্য খেটে চলেছেন। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কোনো না কোনো কাজের জন্য আমরা প্রায় সকলেই মায়ের ওপর নির্ভরশীল। ফলে এবারের মাতৃদিবসে একদিনের জন্য মায়ের সব ক্লান্তি দূর করতে নিয়ে যান স্পা-তে (Spa)। আজ রাতেই অথবা কল সকালেই অনলাইনে বুক করে ফেলুন আপনার বাড়ির কাছে অথবা ভালো রেটিং সমেত স্পা - তে। এই স্পা আপনার মায়ের শরীরের ক্লান্তি দুর করার সঙ্গে বেশ কিছুক্ষনের জন্য দেবে মানসিক শান্তিও (Mental peace)।

৪. ডেজার্ট অথবা ট্রিটস | Dessert or Treats :

আপনার মা যদি মিষ্টি খেতে ভালোবাসেন তবে মাতৃদিবসের রাতের খাবারের শেষে বানাতে পারেন কিছু মিষ্টি বা কেক (Sweet or Cake)। খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে থাকা জিনিস দিয়েই নেটের সাহায্য নিয়ে অনায়াসে বানাতে পারেন কেক।

৫. সাবস্ক্রিপশন | Subscription :

বর্তমানে আমরা অনেকেই বিভিন্ন রকমের অটিটি প্ল্যাটফর্ম (Ott platform) ব্যবহার করে থাকি। যার মধ্যে রয়েছে নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম (Amazon Prime Video), হটস্টার (Hotstar), হইচই (Hoichoi) ইত্যাদি। আপনার মায়ের জন্য এই ধরনের অটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে পারেন। যেখানে আপনার মা তার পছন্দের সিনেমা (Cinema) বা সিরিয়াল (Serial) দেখতে পাবেন।

মাতৃদিবসের জন্য নানা রকমের উপহার থাকলেও সব থেকে বড় উপহার আপনার মায়ের প্রশংসা করা, তাকে কাজে সাহায্য করা, তিনি যেরকম পরিবারের সকলের যত্ন নেন তারও যত্ন নেওয়া। বর্তমানে অনেকেই কাজের সূত্রে মায়ের থেকে আলাদা শহরে থাকেন। এক্ষেত্রে প্রায়ই দেখা যায় সময়ের অভাবে মায়ের সঙ্গে কথা না বলার অভ্যাস। এই মাতৃদিবস থেকে চেষ্টা করুন রোজ অন্তত একবার হলেও ঘণ্টা খানেকের জন্য আপনার মায়ের সঙ্গে ফোনে বা ভিডিও কলে কথা বলার।


IPL 2024 | আইপিএল লিগ পর্বের প্রায় শেষে প্লে-অফের লড়াইয়ে টিকে ৬টি দল! স্থান পাকা করতে কোন দলকে কোন সমীকরণে খেলতে হবে?
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
Hair Mask | গরমে তাপ, ধুলো থেকে রক্ষা করুন চুল! বাড়িতে বানানো হেয়ার মাস্ক ব্যবহার করে রুক্ষ-শুষ্ক চুলকে করে তুলুন প্রাণোজ্জ্বল!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla