আবহাওয়া দফতর

মহানগরীতে কবে থেকে হবে ‘বর্ষার বর্ষণ’? দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মহানগরীতে কবে থেকে হবে ‘বর্ষার বর্ষণ’? দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Key Highlights

বর্ষা এলেও দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টি হয়নি। জুন মাস জুড়ে বৃষ্টির ঘাটতি থেকেছে দক্ষিণে। তবে জুলাইয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার ভূমিধস নামতে পারে উত্তরবঙ্গের পাহাড়ে। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে। আগামী ১লা জুলাই থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে।

আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার তেমন হেরফের হবে না। তাপমাত্রা একইরকম থাকবে। বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। 

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণে বর্ষার প্রভাব দুর্বল, তাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। শুক্র, শনিবার এবং রবিবারও একইরকম আবহাওয়া থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। তবে বৃষ্টির মাত্রা তেমন বেশি থাকবে না বলে জানা গিয়েছে।