দক্ষিণবঙ্গ জুড়ে গভীর নিম্নচাপ, উত্তরের কোন কোন জেলাগুলি ভাসবে জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস

Thursday, May 12 2022, 1:59 pm
highlightKey Highlights

অশনি সংকেত কাটলেও বাংলার আকাশ থেকে এখনও বৃষ্টির মেঘ দূর হয়নি। গভীর নিম্নচাপের জেরে বাংলার জেলাগুলিতে আরও বেশ কয়েকদিন বৃষ্টি জারি থাকবে।


ঘূর্ণিঝড় অশনি নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফের একবার তাপমাত্রার পারদ চড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উওর বঙ্গের অবস্থা কীরূপ থাকবে জেনে নিন

আগামী কয়েকটি দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে৷ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ প্রচুর বাতাস প্রবেশ করছে। যার ফলে উত্তরবঙ্গের সব জেলাতে আগামী ১৫ই মে পর্যন্ত মাঝারি বৃষ্টি হবে। এর মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহারে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File