আবহাওয়া

কলকাতায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এর কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

কলকাতায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এর কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর
Key Highlights

রবিবার আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। এদিন সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। শনিবার সন্ধ্যায় পূবালিবায়ুর কারণে হওয়া বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। দুই ক্ষেত্রেই যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৮৫ ও ৫১ শতাংশ।