Kolkata Traffic | ক্রিসমাসে পার্ক স্ট্রিটের ভিড় সামলাতে ও যান নিয়ন্ত্রণের জন্য জারি ট্রাফিক বিধি! শহরে মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ!

Saturday, December 23 2023, 11:55 am
highlightKey Highlights

ক্রিসমাস ২০২৩ উপলক্ষ্যে পার্ক স্ট্রিট কলকাতায় জারি একাধিক ট্রাফিক বিধি। একাধিক রাস্তা বন্ধ করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে।


ক্রিসমাস ২০২৩ (Christmas 2023) উপলক্ষ্যে সেজে উঠেছে তিলোত্তমা। চারিদিকে আলো-ক্রিসমাস ট্রি। কলকাতার অলিগলি সেজে ওঠে বড়দিনে। তবে এই সময়ে শহরের বিশেষ আকর্ষণ পার্ক স্ট্রিট কলকাতা (Park Street, Kolkata)। প্রত্যেকবার বড়দিনে প্রায় সকল কলকাতাবাসীই ভিড় করেন এখানে। কেবল কলকাতাবাসী নয়, পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে ভিড় করেন দূর দূর থেকে আসা মানুষজনও। এবার ক্রিসমাসে পার্ক স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করতে একাধিক নিয়ম জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)।

 ক্রিসমাসে পার্ক স্ট্রিটের ভিড় সামলাতে ও যান নিয়ন্ত্রণের জন্য জারি ট্রাফিক বিধি
 ক্রিসমাসে পার্ক স্ট্রিটের ভিড় সামলাতে ও যান নিয়ন্ত্রণের জন্য জারি ট্রাফিক বিধি

বৃহস্পতিবার পার্ক স্ট্রিট কলকাতা (Park Street, Kolkata) এ ক্রিসমাস কার্নিভ্যালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ফলে রবিবার ক্রিসমাস ২০২৩ (Christmas 2023) উপলক্ষ্যে মানুষের ভিড়ের ঢল সামলাতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। সূত্রের খবর, ক্রিসমাস ইভ অর্থাৎ ২৪সে ডিসেম্বর থেকেই পার্ক স্ট্রিটে একাধিক বিধিনিষেধ জারি করা হবে। একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে, অনেক রাস্তায় আবার জারি করা হয়েছে নো পার্কিং। দেখে নিন ক্রিসমাস উপলক্ষ্যে কলকাতার ট্রাফিক (Kolkata Traffic) বিধি।

Trending Updates

২৪সে ডিসেম্বর, রবিবার যান নিয়ন্ত্রণ বিধি-

  •  ২৪সে ডিসেম্বর, রবিবার রাত ১০টার পর সোমবার রাত ২টো থেকে পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণিতে উভয়মুখী যান চলাচল শুরু হবে।
  •  প্রয়োজন অনুযায়ী কুইনস ওয়ে 'ওয়ান ওয়ে'-তে রূপান্তরিত করবে পুলিশ। প্রয়োজনে ক্যাথিড্রাল রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
  •   উত্তর ও দক্ষিণগামী যানবাহনগুলিকে হো চি মিন সরণি ক্রসিং থেকে এজেসি বোস রোড ক্রসিং অবধি পৌঁছতে জেএল নেহেরু রোড ধরতে হবে।
ক্রিসমাস ২০২৩ উপলক্ষ্যে একাধিক রাস্তা বন্ধ, জারি নো পার্কিং ব্যবস্থা 
ক্রিসমাস ২০২৩ উপলক্ষ্যে একাধিক রাস্তা বন্ধ, জারি নো পার্কিং ব্যবস্থা 

২৫সে ডিসেম্বর, সোমবারের যান নিয়ন্ত্রণ বিধি-

  • সোমবার অর্থাৎ ক্রিসমাসের দিনও কলকাতার ট্রাফিক (Kolkata Traffic) বিধি জারি থাকবে। এদিন সন্ধে বেলা প্রয়োজন অনুযায়ী পার্ক স্ট্রিটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
  •  হো চি মিন সরণি দিয়ে শুধুমাত্র পূর্বগামী যানবাহনগুলি চলাচল করতে পারবে বলে খবর।
  •   রয়েড স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি রফি আহমেদ কিদওয়াই রোডের উভয়দিকে যানবাহন চলাচলের অনুমতি রয়েছে।
  •   রাসেল স্ট্রিট ও লিটল রাসেল স্ট্রিটে কোন যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
  •  ওউটরাম রোড থেকে পার্ক স্ট্রিট ও এজেসি বোস রোডগামী যানবাহনগুলিকে হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট, শর্ট স্ট্রিট ও উড স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
  •  উত্তর থেকে দক্ষিণমুখী যানবাহনগুলি পার্ক স্ট্রিট ফ্লাইওভার ব্যবহার করতে পারবে।
  • মেয়ো রোড ধরে ডাফরিন রোড, আউটরাম রোড ও খিদিরপুর রোড ধরে দক্ষিণ দিকে যাওয়া যাবে।
  • উল্লেখ্য,  রবিবার ও সোমবার দুপুর থেকে রফি আহমেদ কিদওয়াই রোড ও ইলিয়ট রোডে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

উল্লেখ্য, কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বড়দিন ও ক্রিসমাস কার্নিভ্যালের কারণে ২৪ ও ২৫ ডিসেম্বর শহরের একাধিক রাস্তা থাকছে নো পার্কিং। এই তালিকায় রয়েছে- পার্ক স্ট্রিট (জেএল নেহেরু রোড ক্রসিং থেকে উড স্ট্রিট ক্রসিং), মিডলটন স্ট্রিট, শর্ট স্ট্রিট, উড স্ট্রিট (শর্ট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি), হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট (মিডলটন স্ট্রিট ক্রসিং থেকে শর্ট স্ট্রিট ক্রসিং), রফি আহমেদ কিদওয়াই রোড, লিটল রাসেল স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, ইলিয়ট রোড।

ক্রিসমাস ২০২৩ উপলক্ষ্যে শহরে নজরদারিতে থাকবেন ৩ হাজারের বেশি পুলিশ কর্মী 
ক্রিসমাস ২০২৩ উপলক্ষ্যে শহরে নজরদারিতে থাকবেন ৩ হাজারের বেশি পুলিশ কর্মী 

প্রসঙ্গত, বড়দিনে নিরাপত্তার চাদরে মুড়ছে গোটা কলকাতা। সূত্রের খবর, শহরে নজরদারিতে থাকবেন ৩ হাজারের বেশি পুলিশ কর্মী। বিভিন্ন পয়েন্টের দায়িত্বে থাকবেন ৯ জন ডিসি, ২৫ জন এসি। পার্ক স্ট্রিট-সহ গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স। বেলুড়, দক্ষিণেশ্বর ঘাটে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। অন্যদিকে, ২৪ সে ডিসেম্বরও শহরের নিরাপত্তায় মোতায়েন থাকবেন অসংখ্য পুলিশ। জানা গিয়েছে এদিন, শহরে ২ হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File