পরিবহন

মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য এবার থাকছে গ্লুকোজ পানীয়, তাপপ্রবাহের থেকে খানিক স্বস্তির জন্য এই উদ্যোগ

মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য এবার থাকছে গ্লুকোজ পানীয়, তাপপ্রবাহের থেকে খানিক স্বস্তির জন্য এই উদ্যোগ
Key Highlights

গরমের দাবদাহে হিট স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি। তাই শরীরে সোডিয়াম–পটাশিয়ামের ভাগ ঠিক রাখতে অত্যন্ত জরুরি গ্লুকোজ জল। তাই এক নয়া উদ্যোগ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

হাঁসফাঁস গরমে সাধারণ মানুষের প্রাণ ওষ্টাগত অবস্থা। রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে বেলা ১২টার পর থেকে। কিন্তু যাঁদের বেরোতেই হচ্ছে তাঁরা টের পাচ্ছেন বৈশাখের এই দাবদাহ। বেশিরভাগ মানুষজনই এখন মেট্রো পথ ধরতে চাইছেন। তাই বাস ফাঁকা। মেট্রো রেলের শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে একটু দম নিতে চাইছেন মানুষজন। এই পরিস্থিতিতে মেট্রো স্টেশনে গ্লুকোজ দেওয়ার ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো যাত্রীদের জন্য অভিনব উদ্যোগ! টিকিট কাটা মাত্রই মিলবে গ্লুকোজ

মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সব স্টেশনেই এই ঠান্ডা পানীয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের এই প্রবল দাবদাহে কাহিল অবস্থা। এখন সব মেট্রো শীততাপ নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। আর রোদে ঘামে ভিজে স্টেশনে টিকিট কাটার সময়ই গ্লুকোজ দেওযা হচ্ছে। যাতে মিলবে একদিকে এনার্জি অন্যদিকে স্বস্তি৷ তাপপ্রবাহের সময় এটি অত্যন্ত প্রয়োজন।

এই তাপপ্রবাহ নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, এই গরমে হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি। তাই শরীরে সোডিয়াম–পটাশিয়ামের ভাগ ঠিক রাখা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে গ্লুকোজ জল দারুণ উপকারী। শরীরে জলের ভাগ বেশি থাকলে এই পরিবেশের মোকাবিলা করা সম্ভব। ব্যাগে জল নিয়ে বেরোনোর পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।


Cyclone Dana Update | শেষ 'দানা'র ল্যান্ডফল! দুপুরের মধ্যে শক্তি হারিয়ে সাইক্লোন থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'দানা'
RG Kar | বিরুপাক্ষ বিশ্বাস ও অভীক দে'র বিরুদ্ধে অভিযোগের 'সত্যতা' পেল স্বাস্থ্য দফতর নিযুক্ত তদন্ত কমিটি
Cyclone Dana Update | আমফানের মতো তান্ডব চালাবে 'দানা'? ঘূর্ণিঝড় নিয়ে বাংলার জন্য সুখবর দিলো মৌসম ভবন
Ratan Tata-Oxford | রতন টাটার নামে ভবন তৈরী করবে অক্সফোর্ড, প্রয়াত শিল্পপতিকে শ্রদ্ধা জ্ঞাপনে তৈরী হবে গবেষণা কেন্দ্র
Cyclone Dana | ঘণ্টায় ১‌০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ল্যান্ডফল করবে 'ডানা'! তৈরী ১১টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল
Cyclone Dana Live Update । 'দানা' গতি হারালেও, বাংলা থেকে বেশি দূরে সরেনি অতি গভীর নিম্নচাপ!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar