
আট মাস কেটে গেলেও আদালতের নির্দেশ মানা হয়নি। দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি মামলায় এই আদালত অবমাননার দায়ে রুল জারি হয়েছে মুখ্যসচিবের বিরুদ্ধে।
মুখ্যসচিবের বিরুদ্ধে সম্প্রতি আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠছে। একই অভিযোগ উঠেছে প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ও অর্থ সচিবের বিরুদ্ধেও। মুখ্যসচিবের বিরুদ্ধে রুল জারি করে বলা হয়েছে, কেন আদালতের নির্দেশ মানা হয়নি, তা জানাতে হবে। আগামী ২০ মে-র মধ্যে মুখ্যসচিবের জবাব চেয়েছে আদালত।
আসলে কী ঘটেছিল? কেন আদালতের নির্দেশ অমান্য করা হয়েছিল জানুন
পরিবহন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী সনৎ কুমার ঘোষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন স্কিম চালু করার আবেদন জানিয়ে মামলা করেছিলেন। সেই মামলায় বিচারপতি অরিন্দম মুখার্জি গতবছর সেপ্টেম্বর মাসে নির্দেশ দেন মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ও অর্থ সচিবের সঙ্গে আলোচনা করে কী স্কিম করা যায়, সেটি নির্ধারণ করবেন।
কিন্তু অভিযোগ, সেই নির্দেশের পর ৮ মাস কেটে গিয়েছে। যদিও এখনও কোনও পেনশন স্কিম চূড়ান্ত হয়নি। আট মাস কেটে গেলেও মানা হয়নি আদালতের নির্দেশ। তারপরই এদিন আদালত রুল জারি করল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- আদালত অবমাননা
- কলকাতা হাইকোর্ট
- মুখ্যসচিব