ভারতীয় মুদ্রায় এবার থেকে কী দেখা যাবে নেতাজির ছবি! জানুন কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত

Sunday, April 24 2022, 6:55 am
highlightKey Highlights

ভারতীয় মুদ্রায় গান্ধীজীর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিও ছাপানো উচিত, এমনই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন এক স্বাধীনতা সংগ্রামী। এবার সেই আবেদনের জবাব দিল কলকাতা হাইকোর্ট


সম্প্রতি এক স্বাধীনতা সংগ্রামী কলকাতা হাইকোর্টে আবেদন করেন যে গান্ধীজীর পাশাপাশি ভারতীয় টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকা উচিত। এই সংক্রান্তে জনস্বার্থ মামলা দায়ে করা হয় তবে সম্প্রতি ৯৪ বছর বয়সি এই স্বাধীনতা সংগ্রামীর মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

ভারত সরকার নেতাজির বলিদানের যোগ্য সম্মান ও পরিচিতি না দেওয়ার দাবিতে হাইকোর্টে দারস্থ ৯৪ বছরের স্বাধীনতা সংগ্রামী হরেন বিশ্বাস

নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত মামলায় মাদ্রাস হাইকোর্টের একটি রায়ের ভিত্তিতে এদিন রায় দেয় কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে সেই সময় মাদ্রাস হাইকোর্টের এন কিরুবাকারান ও এম. দুরাইস্বামীর ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, “দেশের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদান এবং লড়াইকে ছোটো করছে না কোর্ট। দেশের অনেক সংগ্রামী ও দেশনায়ক রয়েছেন। যদি সবাই একই দাবি করতে শুরু করেন তাহলে এর কোনও শেষ থাকবে না।” মাদ্রাস কোর্টের এই রায় ধরেই এদিন কলকাতা হাইকোর্ট ভারতীয় টাকায় মহাত্মা গান্ধীর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্রের ছবি ছাপানোর আবেদন কে খারিজ করেছে।

Trending Updates

হাইকোর্টের তরফ থেকে আরও জানানো হয় যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তৈরি একটি কমিটি ইতিমধ্যেই এই বিষয়টি খতিয়ে দেখেছে। তারা জানিয়েছে যে, এই দাবি মেনে নেওয়া যায় না। তারা ভারতীয় টাকা ও মুদ্রায় কেবলমাত্র মহাত্মা গান্ধীর ছবি ছাপানোর পক্ষেই মতামত দেন। তাই এই কমিটির সিদ্ধান্তকেও মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট এই আবেদন খারিজ করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File