লাইফস্টাইল

Kojagari Laxmi Puja | কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! কখন কোজাগরী লক্ষ্মী পূজা করলে পাবেন মা লক্ষ্মীর কৃপা?

Kojagari Laxmi Puja | কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! কখন কোজাগরী লক্ষ্মী পূজা করলে পাবেন মা লক্ষ্মীর কৃপা?
Key Highlights

আগামীকাল, ২৮সে অক্টোবর বাংলার বাড়িতে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা। তবে কোজাগরী পূর্ণিমায় পড়েছে চন্দ্রগ্রহণ। সঠিক সময়ে মায়ের আরাধনা না করলে পাবেন না মা লক্ষ্মীর আশীর্বাদ।

দুর্গাপুজো ২০২৩ এর সমাপ্তি হলেও পুজোর আমেজেই রয়েছে বাঙালি। অবশ্য থাকবে নাই বা কেন? আজ বাদে আগামীকাল, শনিবার বাংলার ঘরে ঘরে উদযাপন হবে কোজাগরী লক্ষ্মী পূজা (Kojagari Laxmi Puja)। বাড়িতে বাড়িতে পুজো (Pooja at home) হবে মা লক্ষ্মীর। বাড়িতে লক্ষ্মী পূজার আলপনা (Laxmi Puja Alpona) দিয়ে, নারকেলের নানারকমের নাড়ু বানিয়ে, মা লক্ষ্মীর আরাধনা করা বাংলার এক অন্যতম প্রাচীন রীতি।

 দুর্গাপুজোর পরেই পালিত হয় কোজাগরী লক্ষ্মী পূজা (Kojagari Laxmi Puja)। শরৎ পূর্ণিমা তিথিটি কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। শাস্ত্র মতে কোজাগারী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী মর্ত্যে বিচরণ করেন। পঞ্জিকা অনুযায়ী আগামীকাল ২৮ সে অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো হবে। তবে এদিন আবার রয়েছে চন্দ্র গ্রহণ। ফলে পুজোর তিথি ও সময় নিয়ে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে। এই চন্দ্রগ্রহন আবার ভারতে দেখা দেবে বলে সূতক কালও মান্য হবে। যার ফলে পুজোয় সময় নিয়ে সকলের মনে সংশয় থেকে যাচ্ছে।

আগামীকাল, ২৮সে অক্টোবর রাত ১টা ৫ মিনিটে গ্রহণ লাগবে এবং গ্রহণের মোক্ষকাল রাত ২টো ২৪ মিনিট। সন্ধ্যা ৪টা ৫ মিনিট থেকে সূতক শুরু হবে। গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সূতক কালের সমাপ্তি ঘটবে। শাস্ত্র মতে সূতক কালে পূজার্চনা করতে নেই। এমনকি এই সময় দেবদেবীকে স্পর্শ করাও নিষিদ্ধ। শাস্ত্র মতে গ্রহণের আগে যে সূতক কাল শুরু হয় সে সময় মন্দির ও ঠাকুরঘরের দরজা বন্ধ করে দেওয় উচিত। এ সময়ে দেবী-দেবতার মূর্তি বা ছবিও স্পর্শ করতে নেই। গ্ফলে রহণ শেষ হওয়ার পর স্নান করে পুজো করা উচিত। অর্থাৎ আগামীকাল, ২৮সে অক্টোবর বাড়িতে পুজো (Pooja at home) করতে হলে সূতক শুরু হওয়ার আগেই পুজো করে নেওয়া শ্রেয় হবে।

কোজাগরী পূর্ণিমার রাত জেগে কাটানোর প্রথা রয়েছে। নিশিথ কালে বা সন্ধ্যাবেলা কোজাগরী লক্ষ্মী পুজো করলে ব্যক্তির জীবনে কখনও অর্থাভাব থাকে না। লক্ষ্মী সেই গৃহে বাস করেন। আগামীকাল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৮সে অক্টোবর ভোর ৪টে ১৭ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ২৯সে  অক্টোবর ভোররাত ১টা ৫৩ মিনিটে। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় - ২৮সে অক্টোবর বেলা ১১টা ৩৯ মিনিট থেকে ২৯সে  অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত এবং  চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ৫টা ২০ মিনিট।

শাস্ত্র মতে মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট তবে চঞ্চল। উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়। কোজাগরী লক্ষ্মী পুজোতে বাড়িতে লক্ষ্মী পূজার আলপনা (Laxmi Puja Alpona) দিয়ে,  লক্ষ্মী পূজার মন্ত্র (Laxmi Puja Mantra) পরে মায়ের আরাধনা করতে হয়। কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে। এর আক্ষরিক অর্থ ‘কে জেগে আছো?’ প্রচলিত আছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন। কিন্তু কোনো বাড়ির দরজা বন্ধ থাকলে, সেই বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না এমনকি সেখান থেকে ফিরে চলে যান। তাই লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে। মনে করা হয় যে ভক্ত রাত জেগে আরাধনা করেন, তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করে যান মা লক্ষ্মী ৷ তাই লক্ষ্মীপুজোর দিন সন্ধেবেলায় বাংলার ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ। লক্ষ্মী পূজার মন্ত্র (Laxmi Puja Mantra)চারণ করা হয়। গৃহস্থের বাড়িতে বাড়িতে কাঁসর ঘণ্টায় মুখরিত হয় আকাশ-বাতাস।