Virat-Gambhir Charged by BCCI | বিরাট-গম্ভীরের বাকবিতণ্ডায় জরিমানা বিসিসিআইয়ের!

Tuesday, May 2 2023, 10:18 am
highlightKey Highlights

ম্যাচ ফি-র ১০০ শতাংশ দিতে হবে কোহলি-গম্ভীরকে। ৫০ শতাংশ দিতে হবে নবীন উল হককে। আরসিবি বনাম লখনউ ম্যাচ শেষের ঘটনায় ক্ষুব্ধ বিসিসিআই।


সোমবার আরসিবি বনাম লখনউ ম্যাচের শেষে কোহলি-গম্ভীরের মধ্যে চললো কথা কাটাকাটি, তর্ক ঝামেলা।  যা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এত বড় টুর্নামেন্টে ২ জন সিনিয়র প্লেয়ারের বাদানুবাদ ও তারপর একে অপরের দিকে তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে নানান কথা ওঠে ক্রিকেট জগৎ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও। এর আগেও দুই খেলোয়াড়ের মধ্যে এরকম ঘটনা দেখা দিলেও বিরাট (Virat Kohli) ও গম্ভীর (Gautam Gambhir) ২ জনকেই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলো বিসিসিআই (BCCI)।

বাকবিতণ্ডায় কোহলি-গম্ভীর
বাকবিতণ্ডায় কোহলি-গম্ভীর

ঘটনার সূত্রপাত হয় গতকাল অর্থাৎ ১লা মে-তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) বনাম লখনউ সুপার জয়েন্টস (LSG) এর ম্যাচে কোহলির ফিল্ডিং করার সময় থেকে। ১২৬ রানের পুঁজি রক্ষা করতে আক্রমণাত্মক মেজাজে মাঠে ফিল্ডিং করছিলেন বিরাট। তখন মাঠেই লখনউ বোলার নবীন উল হকের (Naveen Ul Haque) সঙ্গে ঝামেলায় জড়ান আরসিবি অধিনায়ক। মাত্র ১২৭ রানের টার্গেট থাকলেও, লখনউকে  ১৯. ৫ ওভারে ১০৮ রানে অলআউট করে ম্যাচ জয়ী হয় বিরাটের দল। এরপর ম্যাচ শেষ হতেই ফের একবার শুরু হয় নবীনের সঙ্গে বিরাটের তর্ক। আর ঠিক সময়ই বিবাদে পা দেন গৌতম গম্ভীর।

Trending Updates

দুই প্রবীণ খেলোয়াড়ের মাঝে মাঠের মধ্যেই তর্ক-বিতর্ক, ঝগড়া ঝামেলা এমনকি দুজন দুজনের দিকে তেড়ে আসার ঘটনা উত্তপ্ত করে তোলে গোটা মহল। এখানেই শেষ নয়, ঘটনার রেশ দেখা যায় বিরাটের ড্রেসিং রুমেও! ইট মারলে পাটকেল খেতেই হবে। নাহলে ইট ছুঁড়ো না! নাম না করেই গম্ভীরের বিরুদ্ধে এমনই হুঙ্কার শোনা যায় বিরাট কোহলির মুখে।

বিরাট ও গম্ভীর তেড়ে যান দুজন দুজনের দিকে
বিরাট ও গম্ভীর তেড়ে যান দুজন দুজনের দিকে

তবে দুই খেলোয়াড়ের এধরনের আচরণ আইপিএল (IPL)-র মতো ক্রিকেট মহারণের জন্য নিন্দনীয় বলে মন্তব্য করে বিসিসিআই। এরপর ২ সিনিয়র প্লেয়ারের থেকে জরিমানা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফ থেকে। আইপিএলের কোড অফ কন্ডাক্ট ( IPL Code of Conduct) লঙ্ঘন করার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়াও ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে আফগান ক্রিকেটার নবীন উল হকের বিরুদ্ধে।

তিন খেলোয়াড়ের থেকে জরিমানা চাইলো বিসিসিআই 
তিন খেলোয়াড়ের থেকে জরিমানা চাইলো বিসিসিআই 

আইপিএলের এক বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএলের কোড অব কন্ডাক্টের ধারা ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করেছেন গৌতম গম্ভীর। পাশাপাশি একই সঙ্গে জানানো হয়, আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করেছেন বিরাট কোহলিও।

২০১৩ সালে ম্যাচ চলাকালীন ঝামেলায়  গম্ভীর ও কোহলি
২০১৩ সালে ম্যাচ চলাকালীন ঝামেলায়  গম্ভীর ও কোহলি

উল্লেখ্য, কোহলি-গম্ভীরের মাঠে তর্ক ঝামেলার ঘটনা নতুন নয়। এর আগে ২০১৩ সালে প্রথমবার মাঠে কেকেআর (KKR) বনাম আরসিবি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। তৎকালীন কেকেআরের অধিনায়ক ছিলেন বাঁহাতি প্রাক্তন ওপেনার। অন্যদিকে বিরাট সেই বছরই আরসিবির অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। দশ বছর আগের সেই ম্যাচে আউট হওয়ার পরই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কোহলি-গম্ভীর। এমনকি বারবার বিরাটের খারাপ ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন গম্ভীর। সোমবারের ঘটনা ফের তুলে আনলো ২০১৩ সালের ঘটনার স্মৃতি।

মুখোমুখি গুজরাট টাইট্যান্স ও দিল্লি ক্যাপিটালস
মুখোমুখি গুজরাট টাইট্যান্স ও দিল্লি ক্যাপিটালস

প্রসঙ্গত, আজ অর্থাৎ ২রা মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) মুখোমুখি হতে করেছে গুজরাট টাইট্যান্স (Gujarat Titans) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আইপিএল ২০২৩ (IPL 2023) এর পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষ স্থানে রয়েছে গুজরাট। অন্যদিকে তালিকার সব থেকে শেষ স্থানে অর্থাৎ দশম স্থানে রয়েছে দিল্লি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File