আন্তর্জাতিক

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা চার্লস তৃতীয় আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের সিংহাসনে বসলেন

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা চার্লস তৃতীয় আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের সিংহাসনে বসলেন
Key Highlights

সেন্ট জেমস প্রাসাদে একটি ঐতিহাসিক অনু্ষ্ঠানের মাধ্যমে শনিবার চার্লস তৃতীয়কে ব্রিটেনের পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করা হল।

রানি এলিজাবেথ দ্বিতীয়ের মৃত্যুর পরেই চার্লস তৃতীয় নিজে থেকেই ব্রিটেনের রাজা হয়ে যান। শনিবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে চার্লস তৃতীয়ের অবস্থান প্রকাশ করা হয়। 

বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস থেকে রানির মৃত্যুর খবর নিশ্চিত করে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশ বিদেশ থেকে আন্তর্জাতিক রাষ্ট্রনেতারা শোক প্রস্তাব জ্ঞাপন করেন। ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফুল দিয়ে রানি এলিজাবেথ দ্বিতীয়কে শ্রদ্ধা জানান।

রানি এলিজাবেথ দ্বিতীয়কে শ্রদ্ধা জানতে গিয়ে নতুন রাজা চার্লস তৃতীয় বলেন, 'আমার প্রিয় মায়ের শেষ যাত্রায় অংশ নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমার মা এবার বাবার সঙ্গে স্বর্গীয় লোকে দেখা করবেন। আমাদের পরিবারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখানোর জন্য ধন্যবাদ। দেশের স্বার্থে, জাতির স্বার্থে রানি সেবার ব্রত নিয়েছিলেন।' তিনি বলেন, দেশ, রাজ্য, কমনওয়েলথ ও বিশ্বের অগণিত মানুষ রানির অভাব অনুভব করবেন। রাজা চার্লস তৃতীয় শনিবার রাতের দিকে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে দেখা করবেন। রানির মৃত্যুর পর শেষ শ্রদ্ধা জানাতে তাঁর নাতি হ্যারি উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে।

শনিবার লন্ডনের সেন্ট জেমস রাজ প্রাসাদের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে দেশের প্রবীণ রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। এছাড়াও একাধিক কাউন্সিল উপস্থিত উপস্থিত ছিলেন। তাঁরা মূলত রাজাকে পরামর্শ দিয়ে থাকেন। রাজা চালর্স তৃতীয়ের সঙ্গে রানি হিসেবে স্ত্রী ক্যামিলা ও জ্যেষ্ঠ পুত্র প্রিন্স উইলিয়াম উপস্থিত ছিলেন। রাজা চার্লস তৃতীয় প্রিন্স ওয়েলসে উপাধিকে ভূষিত হবেন। শুক্রবার ব্রিটেনের নতুন রাজা চার্লস তৃতীয় টেলিভিশনে বক্তব্য রাখার সময় রানির সেবার ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।


Madhyamgram Blast | প্রেমের টানেই সচ্চিদানন্দ মধ্যমগ্রামে আসে? বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক তথ্য এলো পুলিশের হাতে
Kolkata Metro | সর্বনিম্ন ভাড়া ৫, সর্বাধিক ৭০! ২২ আগস্ট কলকাতা বিমানবন্দর-সহ তিনটি মেট্রো প্রকল্পর উদ্বোধন!
Shubhanshu Shukla | ঘরের ছেলে ফিরলো ঘরে, দেশের মাটিতে পা রাখলেন 'স্পেস বয়' শুভাংশু শুক্লা
Salt Lake | সল্টলেকে ডেলিভারি বয়ের জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলো পলাতক গাড়িচালক
Salt Lake | রেলিংয়ে গাড়ির ধাক্কা, আগুনে ঝলসে মৃত ডেলিভারি বয়, পরিস্থিতি সামলাতে সল্টলেকে কাঁদানে শেল ছুঁড়লো পুলিশ
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য