Pahalgam Attack Live | নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে চলছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক!

'ভূস্বর্গ' কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা! জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলা চালায় ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’। এই হামলার দায় শিকার করেছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী সংগঠন ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’। এই সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে প্রায় ২৬ জনের। মঙ্গলবার রাতেই কাশ্মীর পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
২৩ এপ্রিল, সন্ধ্যা ০৭.৫২ : পহেলগাম হামলায় হত কলকাতার বাসিন্দা বিতান অধিকারী ও সমীর গুহর দেহ পৌঁছল কলকাতা বিমানবন্দরে।
২৩ এপ্রিল, সন্ধ্যা ০৭.০২ : বায়ুসেনা সূত্রে খবর, দেশের সমস্ত এয়ারবেসে হাই এলার্ট জারি করা হয়েছে।
২৩ এপ্রিল, সন্ধ্যা ৬.৪৭ : পহেলগাম সন্ত্রাসবাদী হামলার বিষয়ে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে চলছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক।
২৩ এপ্রিল, সন্ধ্যা ৬.২১ : দক্ষিণ কাশ্মীরের কুলগামের টাঙ্গিমার্গ এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর।
২৩ এপ্রিল, সন্ধ্যা ৫.৫১ : পহেলগাম হামলার পর থেকে কাশ্মীর উপত্যকা থেকে ওভারগ্রাউন্ড কর্মী এবং সন্ত্রাসবাদের ইতিহাস রয়েছে এমন ১,৫০০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাদের আটক করা হয়েছে।
২৩ এপ্রিল, সন্ধ্যা ৫.৫০ : দিল্লি ফিরে এলেন অমিত শাহ। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে হবে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক।
২৩ এপ্রিল, সন্ধ্যা ৫.৪৮ : পহেলগাম হামলার সন্ত্রাসবাদীদের ধরতে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল জম্মু-কাশ্মীর পুলিশ।
২৩ এপ্রিল, সন্ধ্যা ৫.৪৫ : পহেলগাম সন্ত্রাসবাদী হামলার নিন্দা করল আফগানিস্তানের তালিবান সরকার।
২৩ এপ্রিল, সন্ধ্যা ৫.৩৫ : পহেলগাম হামলার পর শ্রীনগর থেকে দিল্লির রুটে অতিরিক্ত ফ্লাইট চালানো শুরু করল স্পাইসজেট। শ্রীনগরে যাওয়া এবং শ্রীনগর থেকে ফেরার ফ্লাইট টিকিট রিশিডিউল করা এবং বাতিল করার উপর ৩০ এপ্রিল পর্যন্ত ছাড় দেবে উড়ান সংস্থাটি। ২২ এপ্রিল বা তার আগে করা সমস্ত বুকিংয়ের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে।
২৩ এপ্রিল, বিকেল ৪.১৬ : পহেলগাঁওয়ের জঙ্গি হানায় মৃত্যু ২৬ পর্যটকের। এত বছরে যে পর্যটকদের গায়ে হাত পড়েনি, সেখানেই পর্যটকদের হত্যা, তাও আবার ধর্মীয় পরিচয় জেনে। এই ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের।
২৩ এপ্রিল, বিকেল ৪.১২ : পহেলগাঁওতে নৃশংস হত্যালীলার পর হাজার হাজার পর্যটক আটকে রয়েছেন। বাঙালি পর্যটকের সংখ্যাই প্রায় ৪৫০। বহু পর্যটকই তড়িঘড়ি কাশ্মীর থেকে ফিরে আসতে চাইছেন। কিন্তু একাধিক বেসরকারি বিমান সংস্থা এই সঙ্কটের পরিস্থিতিতে প্রায় তিনগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে।
২৩ এপ্রিল, বিকেল ৪.১০ : পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পড়শি দেশ পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী বিবৃতি প্রকাশ করে বলেছেন, “জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
২৩ এপ্রিল, বেলা ২.০৩ : পহেলগামে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা শীর্ষ আদালতের আইনজীবীদের।
২৩ এপ্রিল, বেলা ১২.৩৫ : পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল জম্মু কাশ্মীর প্রশাসন। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবারকে ২ লক্ষ এবং সামান্য আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
২৩ এপ্রিল, বেলা ১২.২৫ : কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় তিন সন্দেহভাজন জঙ্গির নাম-সহ স্কেচ প্রকাশ করল কেন্দ্র। তিন জঙ্গির নাম আসিফ ফউজি, সুলেমান শাহ, আবু তালহা।
২৩ এপ্রিল, বেলা ১১.৫৭ : পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে পথে মেহবুবা মুফতি। পর্যটকদের উপর হামলার কড়া নিন্দা করেছেন তিনি। মোমবাতি মিছিলে প্ল্যাকার্ড হাতে হাঁটালেন মেহবুবা।
২৩ এপ্রিল, বেলা ১১.৫৩ : পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের পরিজনদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শ্রীনগরে শাহকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মৃতদের পরিজনরা। তাঁদের সমবেদনা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিরা কোনওভাবে ছাড়া পাবে না বলে আশ্বাস দিলেন। শাহর সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।
২৩ এপ্রিল, সকাল ১১.২৫ : পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা। দুর্গম ও পাহাড়ি এলাকায় পর্যটকদের সুরক্ষার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে আইনজীবী বিশাল তিওয়ারি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। আবেদনে আদালতকে বিশেষ করে অমরনাথ যাত্রার জন্য নিরাপত্তা বৃদ্ধি এবং সংবেদনশীল অঞ্চলে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা প্রদানের জন্য সরকারকে নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থ মামলায় এই ধরনের এলাকায় পর্যটকদের জন্য সাধারণ নিরাপত্তা নির্দেশিকা জারি করারও আহ্বান জানানো হয়েছে।
২৩ এপ্রিল, সকাল ১০.৪৫ : অনন্তনাগ সফরে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে হাসপাতালে জঙ্গি হামলায় জখম পর্যটকেরা রয়েছেন সেখানে যেতে পারেন তিনি।
২৩ এপ্রিল, সকাল ১০.০২ : আজই কলকাতায় ফিরছে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ২ বাসিন্দার দেহ। নয়া দিল্লি হয়ে সাড়ে এগারোটার উড়ানে কলকাতায় ফিরছে বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর দেহ। সাড়ে ১২টার উড়ানে কলকাতায় ফিরছে বেহালার বাসিন্দা সমীর গুহর দেহ।
২৩ এপ্রিল, সকাল ৯.৪৫ : বারামুলার উরিতে নিকেশ ২ জঙ্গি। অনুপ্রবেশ রুখতে গেলে নিরাপত্তা রক্ষীদের উপর হামলা করে জঙ্গিরা। পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘ এনকাউন্টারে এখনও পর্যন্ত ২ জঙ্গি নিকেশ।
২৩ এপ্রিল, সকাল ৯.৩৫ : শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বইয়ের অতিরিক্ত উড়ানের ব্যবস্থা করছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বই যাওয়ার জন্য ২টি অতিরিক্ত উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া। একই সংখ্যক অতিরিক্ত উড়ান চালাবে ইন্ডিগো।
২৩ এপ্রিল, সকাল ৯.২৫ : উরিতে জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। চিনার কর্পস-X হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে, ২৩ এপ্রিল ২-৩ জন জঙ্গি উরি নালা পেরিয়ে সরজীবন এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল। ওই অনুপ্রবেশের ঘটনা টের পেয়ে পাল্টা হামলা চালানো হয়েছে।
২৩ এপ্রিল, সকাল ৯.১৫ :সেনা সূত্রের খবর, এখনও ওই এলাকায় লুকিয়ে রয়েছে ৬-৮ জন জঙ্গি। তাদের খোঁজে তল্লাশি নিরাপত্তা বাহিনীর।
২৩ এপ্রিল, সকাল ৮.০৫ : পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
২৩ এপ্রিল, সকাল ৬.৪০ : পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার বার্তা দেন ট্রাম্প। এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়েছেন।
২৩ এপ্রিল, রাত ১২.৪০ : ৬ দিন আগেই বিয়ে, নৌসেনার অফিসার ও তাঁর স্ত্রীকে গুলি করল জঙ্গিরা! হানিমুনে স্ত্রীকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন ব্যক্তি।পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতীয় নৌসেনার এক অফিসারের মৃত্যু। সূত্রে খবর, কর্মসূত্রে কেরলের কোচিতে থাকতেন ওই নৌসেনা অফিসার। ছুটিতে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই এই সন্ত্রাসবাদী হামলা। আর তাতেই মৃত্যু হয় তাঁর।
২২ এপ্রিল, রাত ১১.৩৫ : কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে মৃত্যু বাঙালি পর্যটকের। কলকাতার পাটুলির বাসিন্দা তিনি। মৃতের নাম বিতান অধিকারী। স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। খবর পেয়েই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
২২ এপ্রিল, রাত ১০.০৫ : জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর শিরোনামে 'দ্য রেসিডেন্ট ফ্রন্ট'। পহেলগাঁও সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করেছে তাঁরা। TRF নামে পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কাশ্মীরে অবৈধভাবে বসতি গড়তে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে। ২০১৯ সালে গঠিত টিআরএফ অতীতেও সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত।
২২ এপ্রিল, রাত ৯.৩৫ : পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন তিনি। সেখান থেকে ফোনে শাহর কাছ থেকে খোঁজখবর নিলেন। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রীনগরে যাওয়ার বার্তা দেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, জঙ্গিদের কোনওভাবেই ছাড়া হবে না।
২২ এপ্রিল, রাত ৯.০৭ :খোলা হল পুলিশ কন্ট্রোল রুম। প্রয়োজনে সাহায্যের জন্য নিম্নলিখিত নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন সকলে।
২২ এপ্রিল, রাত ৯.০৪ : ‘তোমায় মারব না, যাও গিয়ে মোদীকে সেটা বলে দাও’, স্বামীকে গুলি করার পর মহিলাকে বলল জঙ্গিরা! স্বামী, সন্তানকে সঙ্গে নিয়ে কর্নাটক থেকে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরে ফেলল স্বামীকে। দুঃখ, যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে মহিলা যখন বললেন তাঁকেও মেরে ফেলতে তখন জঙ্গিরা উত্তর দিল, ‘তোমায় মারব না..বলে দাও মোদীকে।’
সন্ত্রাস হামলায় ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার পহেলগাঁওয়ে ঘুরতে আসা পর্যটকের উপর হামলা চালায় ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামে এক সন্ত্রাসবাদী সংগঠন।সূত্রের খবর অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা বাকিরা পর্যটক। জানা গিয়েছে, ওই সময় ওই স্থানে প্রায় ৩০০-৪০০ লোক উপস্থিত ছিল। স্থানীয় সূত্রে খবর, জঙ্গিরা এসে প্রথমে পর্যটকদের নাম এবং পরিচয় জানতে চান। এমনকি আধার কার্ড দেখতে চায়।