Pahalgam Terror Attack | ‘তোমায় মারব না..বলে দাও মোদীকে’! পরিচয় জেনে গুলি জঙ্গিদের! মৃত্যু বেড়ে ২৭!
Wednesday, April 23 2025, 11:19 am

কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা বাকিরা পর্যটক। সুত্রের খবর, জঙ্গিরা এসে প্রথমে পর্যটকদের নাম এবং পরিচয় জানতে চায়, আধার কার্ড দেখতে চায়। পরিচয় নিশ্চিত করেই তাঁদের উপরে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। হামলার চালানোর পরেই পিছনের দিকে জঙ্গলে পালিয়ে যায় আতঙ্কবাদীরা।ঘটনায় নিহত এক পর্যটকের স্ত্রী বললেন, তার স্বামীকে মারার পর তিনি যখন জঙ্গির কাছে তাঁকেও মেরে ফেলতে বলেন তখন জঙ্গিরা উত্তর দেয়, ‘তোমায় মারব না..বলে দাও মোদীকে।’
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- জঙ্গি
- জঙ্গি হামলা
- পহেলগাঁও জঙ্গি হামলা