Narendra Modi | অপরিশোধিত তেল নিয়ে চুক্তি-সহ হতে পারে ৬টি মউ সাক্ষর! দুদিনের সফরে সৌদি আরবে প্রধানমন্ত্রী মোদি!
Tuesday, April 22 2025, 8:21 am

সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে এই নিয়ে তৃতীয়বার সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার দুদিনের সফরে সৌদি আরব উড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে এই নিয়ে তৃতীয়বার সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মোদির এই সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। কারণ শোনা যাচ্ছে,এই সফরে অপরিশোধিত তেল ও তৈল সংশোধনাগারে লগ্নির বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারে দুই দেশ। পাশাপাশি ভারত ও সৌদির মধ্যে অন্তত ৬টি মউ সাক্ষর হতে পারে বলেও খবর। আলোচনা হতে পারে হজ যাত্রীদের কোটা সহ এই সংক্রান্ত একাধিক বিষয় নিয়েও।
- Related topics -
- আন্তর্জাতিক
- সৌদি আরব
- নরেন্দ্র মোদি
- চুক্তি স্বাক্ষর
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য