Baguiati Murder | আহিরীটোলা কাণ্ডের ছায়া এবার বাগুইআটিতে! ট্রলির ভেতর থেকে উদ্ধার মুখ বাঁধা তরুণীর দেহ!

Tuesday, April 22 2025, 6:01 am
highlightKey Highlights

ফের কলকাতায় ট্রলি থেকে উদ্ধার হলো দেহ! জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাগুইআটিতে প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের।


ফের কলকাতায় ট্রলি থেকে উদ্ধার হলো দেহ! জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাগুইআটিতে প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের। কিন্তু কেউ তাতে বিশেষ গুরুত্ব দেননি। তবে মঙ্গলবার বাগুইআটি থানায় খবর দেওয়া হলে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ট্রলিটি খোলে। দেখা যায়, ভিতরে রয়েছে আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের এক যুবতীর মৃতদেহ। পরণে সালোয়ার কামিজ, খোলা চুল ওই যুবতীর মুখ বেঁধে দেওয়া হয়েছে ব্রাউন টেপ দিয়ে। খুন করে যে দেহ লোপাট করার চেষ্টা হয়েছে, তেমনটাই দাবি পুলিশের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File