WB Weather | টানা ৪ দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস! জারি হলো লাল সতর্কতাও!

Tuesday, April 22 2025, 12:14 pm
highlightKey Highlights

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী টানা চারদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।


গত সপ্তাহে রাজ্যজুড়ে কালবৈশাখী, বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি পেয়েছিলেন বঙ্গবাসী। কিন্তু নতুন সপ্তাহে ফের তাপপ্রবাহের সতর্কতা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী টানা চারদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর পার করতে চলেছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File