অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) কল্যাণীকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা (PMSSY) এর অধীনে অনুমোদন দেওয়া হয়েছিল।
বিজেপি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে কল্যাণী এইমসে (Kalyani AIIMS) বেআইনিভাবে প্রভাব খাটিয়ে আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এবার রাজ্য পুলিশের বদলে সেই দুর্নীতির তদন্তভার গ্রহণ করল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)। কল্যাণী থানার তরফে অভিযোগের নথিপত্র সিআইডিকে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে বিজেপির ৮ সাংসদ, বিধায়কের বিরুদ্ধে একাধিক ধারায় FIR হয়েছে।
কল্যাণী এইমসের (Kalyani AIIMS) চাকরিতে দুর্নীতির অভিযোগে FIR-এ নাম রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক নিলাদ্রিশেখর দানা, বঙ্কিম ঘোষ-সহ মোট ৮ জনের। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রে মতো চারটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। যদিওবা গেরুয়া শিবিরের দাবি, বিজেপি বারবার সিবিআই-ইডি তদন্তে মাধ্যমে বাংলার নেতা-মন্ত্রীদের উপর চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে। এবার পালটা কল্যাণী এইমসে চাকরির দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত করে বিজেপি নেতাদের উপর চাপ বাড়াতে চাইছে রাজ্য।
প্রভাব খাটিয়ে বাংলার কাউকে চাকরি দিতে পারলে আমি গর্বিত। ভবিষ্যতে প্রভাব খাটিয়ে চাকরি দেওয়া সম্ভব হলে বাংলার যুবপ্রজন্মের সকলকে চাকরি দেব। এসএসসি কাণ্ডে সিবিআই তদন্ত হচ্ছে, মন্ত্রীদের ডাকছে। সেদিক থেকে বাংলার মানুষের মন ঘোরাতেই এই সিআইডি তদন্ত। আর কেউ টাকা নিয়ে চাকরি দিয়েছে এটা প্রমাণ করতে পারলে শাস্তি হবে নিশ্চয়ই।