বন্ধ হল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের এম্পায়ার জুট মিল। কর্মচ্যুত প্রায় ২ হাজার শ্রমিক।
Monday, December 21 2020, 8:01 am
Key Highlightsটিটাগড়ে বন্ধ হল এম্পায়ার জুট মিল, সোমবার সকালে কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেন্সন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয়। এর ফলে প্রায় ২ হাজার শ্রমিক কর্মচ্যুত হয়ে পড়লেন। এর প্রতিবাদে আজ সকালে শ্রমিকরা বিটি রোড ঘণ্টা খানেকের জন্য অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। শ্রমিক বিক্ষোভকেই মিল বন্ধের জন্য দায়ী করেছে মালিক পক্ষ। শ্রমিকদের পাল্টা দাবি, ঠিকাদারদের দিয়ে মিলের কাজ চালানো হচ্ছিল। তার প্রতিবাদ করেছিলেন তাঁরা।
- Related topics -
- রাজ্য
- উত্তর ২৪ পরগনা
- টিটাগড়
- এম্পায়ার জুট মিল

