বিনোদন

Jawan | ছয়দিনে ৬০০ কোটি! বক্স অফিসে এখনও ঝড় তুলছে ''জওয়ান'! শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে!

Jawan | ছয়দিনে ৬০০ কোটি! বক্স অফিসে এখনও ঝড় তুলছে ''জওয়ান'! শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে!
Key Highlights

জওয়ান সিনেমার বাজেটের দিগুণ আয় করলো মাত্র ৬দিনে। জওয়ান সিনেমার পরিচালক সিনেমার সত্তা দিলেন ওটিটি প্ল্যাটফর্মকে। শীঘ্রই সেখানে মুক্তি পাবে শাহরুখের সিনেমা।

৭ই সেপটেম্বর মুক্তির পর থেকে গোটা দেশের বক্স অফিস কাঁপাচ্ছে কিং খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan)। জওয়ান সিনেমার বাজেট (Jawaan Movie Budget) ৩০০ কোটি হলেও, মুক্তির পর মাত্র কয়েকদিনেই ৫০০ কোটি আয় করেছে, 'জওয়ান' । বাদশাহ-র কামব্যাক ছবি দেখতে রীতিমতো রোজই হলের বাইরে জওয়ান সিনেমার পোস্টার (Jawaan Movie Poster)হাতে দেখা যাচ্ছে অসংখ্য দর্শকদের। অনেক ক্ষেত্রেই হাউজ ফুল হয়ে যাওয়ার জন্য ফিরে যেতেও হচ্ছে। তবে এবার কিছুদিন পর এই সিনেমা দেখতে লাইন দিয়ে আর টিকিট কাটতে হবে না। ওটিটি প্লেটফর্মেই (OTT Platform) দেখতে পাওয়া যাবে জওয়ান।

বলিউড (Bollywood) সূত্রের খবর, ২৫০ কোটি টাকায় নেটফ্লিক্সে (Netflix)-এ বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর স্বত্ব। কয়েকমাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান'। মুক্তির ৫০ থেকে ৬০ দিনের মাথায় নাকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান', তবে এখনও পর্যন্ত সঠিকভাবে কোনও একটি দিন ঘোষণা করা হয়নি।

গত বৃহস্পতিবার বড়পর্দায় দেশ জুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত এবং অ্যাটলি (Atlee) পরিচালিত ‘জওয়ান’। তার পরে কেটে গিয়েছে ৬টি দিন। তবে কমেনি 'জওয়ান জ্বর'। মুক্তির পর গোটা বিশ্বের হিসেবে ৬ দিনে মোট ৬০০ কোটির ব্যবসা করেছে জওয়ান। অর্থাৎ জওয়ান সিনেমার বাজেট (Jawaan Movie Budget) এর দদ্বিগুণ আয় করেছে এই সিনেমা।

৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছিল ১লা  সেপ্টেম্বর থেকেই। হিসেব অনুযায়ী, সিনেমা হলে আসার আগেই ২৫-৩০ কোটির টিকিট বিক্রি হয়ে যায়। যা দেখে জওয়ান সিনেমার পরিচালক (Jawaan Movie Director) থেকে শুরু করে শাহরুখ, এমনকি গোটা বলিউডই আশা করেছিল, বক্স অফিস হিট হবে এই সিনেমা। এছাড়াও মুক্তির দিন যেভাবে কাকভোরে জওয়ান সিনেমার পোস্টার (Jawaan Movie Poster) নিয়ে বাজি ফাটাতে ফাটাতে, মিছিল করে জওয়ান সিনেমা দেখতে প্রেক্ষাগৃহের দিকে দর্শকদের এগিয়ে যেতে দেখা যায়, সেটাও বলে দেয় ছবি সুপারহিট হবে। তবে জওয়ান সিনেমার বাজেট (Jawaan Movie Budget) ৩০০ কোটি। যা এখনও পর্যন্ত বলিউড বাদশাহর সব থেকে বেশি হাই বাজেট সিনেমা। এই অর্থের পরিমাণকে সিনেমার বক্স অফিসের আয় দিন কয়েকের মধ্যেই যে টপকে যেতে পারবে তা আশা করেননি জওয়ান সিনেমার পরিচালকও (Jawaan Movie Director)।

বলা হচ্ছে,বলিউড ছবির ক্ষেত্রে সবচেয়ে বড় ওপেনিং এটি। কয়েকদিনের মধ্যেই জওয়ান-এর হিন্দি ভার্সন ব্যবসা করে ৬৫.৫ কোটি। তামিল ৫.৫ কোটির আর তেলুগু ৪ কোটির ব্যবসা করে। গত শুক্রবার জওয়ানের আয়ের অঙ্ক ছিল ৫৩.২৩ কোটি। শনিবার তা পৌঁছায় ৭৭.৮৩ কোটিতে। রবিবার সর্বোচ্চ আয় হয় ছবিটির, যা ৮০.১ কোটি। সোমবারে প্রায় ৩০ কোটির গন্ডি ছাড়াই জওয়ান। আর মঙ্গলবার জওয়ান দেশের মাটিতে কামালো প্রায় ২৬ কোটি। আর এই হিসেবে ভর করে শাহরুখের সিনেমা মাত্র ছ’দিনেই কেবল দেশের বক্স অফিসে পৌঁছে গেল ৩৫০ কোটির ঘরের সামনে। উল্লেখ্য, ২০২৩ সালে মাত্র দু’টি বলিউড ছবিই পার করতে পেরেছে ৩০০ কোটির ঘর। যার মধ্যে সবার আগে রয়েছে কিং খানেরই অভিনীত ‘পাঠান’। আর তারপরে ‘গদর ২’।


Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
আজকের সেরা খবর | লোকসভা ভোটের মাঝেই CAA-এর আওতায় নাগরিকত্ব দেওয়া হল ১৪ জনকে!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla