Jamia Violence Case: জামিয়া হিংসায় ১৩ জনের মুক্তির নির্দেশ বাতিল করল দিল্লি হাইকোর্ট

Thursday, March 30 2023, 9:45 am
highlightKey Highlights

দিল্লি হাইকোর্ট জামিয়া সহিংসতার মামলায় শারজিল ইমাম এবং অন্যদের খালাস দেওয়ার ট্রায়াল কোর্টের আদেশ বাতিল করেছে।


২০১৯ সালের জামিয়া হিংসা মামলা প্রসঙ্গে ছাত্র আন্দোলনের নেতা শারজিল ইমাম-সহ অন্যদের দিল্লির একটি আদালত নিষ্কৃতি দিয়েছিল। প্রায় ৪ বছর পর দিল্লি হাই কোর্ট নিম্ন আদালতের সেই রায় বাতিল করল। দিল্লি আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, CAA - সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ চলাকালীন শারজিল এবং বাকি ১২ অভিযুক্তকে প্রাথমিক ভাবে যে হিংসার আশ্রয় নিয়েছিলেন, সেই বিষয়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।

Jamia Violence Case
Jamia Violence Case

আদালতের তথ্য অনুযায়ী, মোট এগারোটি ভিডিও ক্লিপ, পুলিশের কাছে দেওয়া ২৪ জন সাক্ষীর বিবৃতি এবং বেশ কিছু ফেসবুক পোস্ট বিবেচনার পরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালীন হিংসার ঘটনায় শারজিল-সহ ১০ অভিযুক্তের নিম্ন আদালতের মুক্তির নির্দেশ বাতিল করল উচ্চ আদালত। 

Jamia Violence Case
Jamia Violence Case

বিচারক স্বরনা কান্তা লিখেছিলেন, “ভিন্নমত পোষণ করা মতপ্রকাশের অধিকারেরই সম্প্রসারিত রূপ। পুলিশ শারজিলদের বলির পাঁঠা করেছিল। তবে যথেষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে মহম্মদ ইলিয়াসকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত।” বিচারপতি এ সম্পর্কে আরও যুক্তি দিয়ে বলেছেন, যে অঞ্চলে ১৪৪ ধারা জারি রয়েছে সেখানে আইন অনুযায়ী সমাবেশ রুখতে বাধ্য ছিল পুলিশ। এই ঘটনার পরেই শারজিল-সহ ১০ অভিযুক্তের নিম্ন আদালেতর মুক্তির নির্দেশ বাতিল করে দেয় দিল্লি হাই কোর্ট।

Jamia Violence Case
Jamia Violence Case



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File