বিজ্ঞান ও প্রযুক্তি

ISRO | চাঁদের মাটিতেই ঘুমোচ্ছে বিক্রম-প্রজ্ঞান! সঙ্গে চাঁদের দুই মেরুতে আরও জলের সন্ধান পেল ইসরো!

ISRO | চাঁদের মাটিতেই ঘুমোচ্ছে বিক্রম-প্রজ্ঞান! সঙ্গে চাঁদের দুই মেরুতে আরও জলের সন্ধান পেল ইসরো!
Key Highlights

সম্প্রতি চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞান-এর ছবি তুলে পাঠালো ইসরো। সেই ছবিতে দেখা যাচ্ছে, চাঁদে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। তবে এখানেই ইসরোর চমক শেষ নয়, ইসরো এবং স্পেস অ্যাপলিকেশন সেন্টারের করা একটি স্টাডিতে চাঁদের মাটিতে আরও জলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা!

২০২৩ সালে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা দিয়ে ইতিহাস গড়েছিল ইসরোর চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। সেই মিশন সফল হওয়ার পরেও এখনও পর্যন্ত নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশ বিজ্ঞান নিয়ে ইসরো একের পর চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে। সম্প্রতি চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম রোভার (vikram rover) প্রজ্ঞান-এর ছবি তুলে পাঠালো ইসরো। সেই ছবিতে দেখা যাচ্ছে, চাঁদে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। তবে এখানেই ইসরোর চমক শেষ নয়, ইসরো এবং স্পেস অ্যাপলিকেশন সেন্টারের করা একটি স্টাডিতে চাঁদের মাটিতে আরও জলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা!

চাঁদের মাটিতে আরও জলের সন্ধান!

চাঁদের মাটিতে আরও জলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। চাঁদের দুই মেরুতে বরফ আকারে এই বিশাল পরিমাণ জল সঞ্চিত রয়েছে বলে জানা গিয়েছে। গবেষণা থেকে জানা গিয়েছে, দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে প্রায় দ্বিগুণ পরিমাণ জল বরফ আকারে স‍ঞ্চিত রয়েছে। ইসরো এবং স্পেস অ্যাপলিকেশন সেন্টারের (ISRO and Space Applications Center) করা একটি স্টাডিতে চাঁদে বিপুল পরিমাণ জলের সন্ধান পাওয়া গিয়েছে। এই গবেষণায় যুক্ত ছিলেন আইআইটি ধানবাদ এবং আইআইটি কানপুরের গবেষকেরাও। গবেষণায় জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠের তুলনায় মাটির নীচে প্রায় ৫ থেকে ৮ গুণ বেশি জল বরফ আকারে সঞ্চিত রয়েছে। ইসরো আরও জানিয়েছে এই বিপুল পরিমাণ জল বরফ আকারে সঞ্চিত আছে চাঁদের দুই মেরুতে।

এই বিষয়ে বিশদে পড়তে ক্লিক করুন : https://www.isro.gov.in/Recent_studies_suggest_more_ice_Moon.html

উল্লেখ্য, এর আগেও চাঁদের মাটিতে জল পাওয়া গিয়েছিলো। তবে এ বার আগের তুলনায় অনেক বেশি পরিমাণ জলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, এই গবেষণায় বিজ্ঞানীরা সাতটি যন্ত্রের ব্যবহার করেছেন। যার মধ্যে রয়েছে র‍্যাডার (radar), লেজার (laser), অপটিক্যাল (optical), নিউট্রন স্পেক্ট্রোমিটার (neutron spectrometer), আলট্রাভায়োলেট স্পেক্ট্রোমিটার (ultraviolet spectrometer) এভং থার্মাল রেডিওমিটার (thermal radiometer)। এছাড়াও চাঁদের মাটিতে জলের সন্ধান পেতে সাহায্য করেছে ভারতের পাঠানো চন্দ্রযান ২-ও। চাঁদে এই বিপুল পরিমাণ জলের হদিস পেয়ে উৎসাহিত বিজ্ঞানীরা।

চাঁদের মাটিতে বিক্রম-রোভারের ঘুম!

চাঁদে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এবার তার ছবি তুলে পাঠাল ইসরো। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম রোভার (vikram rover) প্রজ্ঞান-এর বর্তমানে কী অবস্থায় রয়েছে, ইসরোর ক্যামেরায় তা ধরা পড়েছে। জানা যাচ্ছে, গত ১৫ই মার্চ ওই ছবিটি তুলেছে ইসরো। এর আগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিক্রম বা প্রজ্ঞানের যে ছবি প্রকাশ করা হয়েছে, তার চেয়ে সাম্প্রতিক এই ছবিটি অনেক উচ্চমানের। এই ছবিতে চাঁদের নির্দিষ্ট অংশের আরও খুঁটিনাটি ধরা পড়েছে বলে দাবি বিজ্ঞানীদের।বিক্রম এবং প্রজ্ঞানের এই ছবি তোলার সময়ে ইসরোর ক্যামেরা চাঁদের মাটি থেকে ৬৫ কিলোমিটার দূরে ছিল। ছবির রেজ়োলিউশন প্রতি পিক্সেলে ১৭ সেন্টিমিটার। এই ছবি ভবিষ্যতের চন্দ্র অভিযানের ক্ষেত্রেও কাজে লাগতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে এক চন্দ্রদিবস ধরে অভিযান চালিয়ে ঘুমিয়ে পড়ে বিক্রম এবং প্রজ্ঞান। সৌরশক্তিতেই সচল ছিল তারা। চাঁদে সূর্য ডুবে গেলে তাদের কর্মক্ষমতাও ফুরিয়ে যায়। চাঁদের মাটিতেই নির্দিষ্ট অঞ্চলে বর্তমানে ভারতের সাফল্যের চিহ্ন বহন করে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। আর তাদের সক্রিয় করা সম্ভব নয়।  

চাঁদের দুর্গম দক্ষিণ মেরুর কাছে গত বছরের অগস্ট মাসে নেমেছিল ভারতের চন্দ্রযান-৩। এর আগে ওই এলাকায় আর কোনও দেশ মহাকাশযান পাঠাতে পারেনি। আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে চতুর্থ দেশ হিসাবে চাঁদে মহাকাশযান পাঠায় ভারত। চন্দ্রযানের ল্যান্ডার এবং রোভার এক চন্দ্রদিবস ধরে চাঁদের মাটিতে ঘুরে বেরিয়েছে, প্রয়োজনীয় অনুসন্ধান করেছে এবং তথ্য, নমুনা সংগ্রহ করেছে। সেই সময়ে ইসরো বিক্রম এবং প্রজ্ঞানের একাধিক ছবি প্রকাশ করেছিল। এরপর সম্প্রতি চাঁদের মাটিতেই বিক্রম-প্রজ্ঞানের ছবি পাঠালো ইসরো। সেই সঙ্গে চাঁদের মাটিতে আরও জলের সন্ধানও পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।


Modi-Trump | আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, গতকাল রাতেই বন্ধুকে আগাম শুভেচ্ছা ট্রাম্পের!
Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo