আন্তর্জাতিক প্রতিরক্ষাসংঘর্ষের ইতি! ১১ দিন পর অবশেষে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধবিরতি ঘোষণা করা হল

Key Highlightsঅবশেষে ১১ দিনের লাগাতার রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটলো। ইজরায়েল ও প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস যুদ্ধবিরতি ঘোষণা করল। বৃহস্পতিবার যুদ্ধবিরতি ঘোষণা করার পর দুই পক্ষই সহমত হয় এই বিষয়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ক্রমশ আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহুর দফতর জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক বিনাশর্তে এই যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছে ঠিকই তবে এই এই চুক্তি আদৌ টিকবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে আন্তর্জাতিক মহল।