দেশ

Aishwarya Rai Bachchan: গর্ভবতী ঐশ্বরিয়া রাই বচ্চন কি আবার মা হতে চলেছেন? এ বিষয়ে চর্চা তুঙ্গে

Aishwarya Rai Bachchan: গর্ভবতী ঐশ্বরিয়া রাই বচ্চন কি আবার মা হতে চলেছেন? এ বিষয়ে চর্চা তুঙ্গে
Key Highlights

ঐশ্বরিয়া রাই বচ্চনের ফের গর্ভবতী হওয়ার অনুমান নেটিজেনদের। একজন বলেছেন "কেন মুখ লুকাচ্ছেন, আমি মনে করি তিনি সার্জারি করেছিলেন..."

ফের চর্চায় বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। সম্প্রতি তাঁকে মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছিল। বিমানবন্দর থেকে বেরিয়ে পাপ্পারাৎজিদের ক্যামেরা দেখে হাসেন বচ্চন পরিবারের একমাত্র বউমা। এরপর গাড়িতে উঠে জলসার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু, নতুনত্ব কী রয়েছে? আসলে ঐশ্বর্যের পোশাকই তাঁকে নিয়ে আলোচনার কারণ।

কালো রঙের টাইটস এবং টিশার্ট পরেছিলেন রাইসুন্দরী। এর উপর তিনি সাদা রঙের ওভারকোরট জড়িয়েছিলেন। Mumbai -এ এখন যথেষ্ট গরম। তাহলে কেন ওই ওভারকোট জড়ালেন ঐশ্বর্য রাই বচ্চন? এহেন প্রশ্ন উঠতে শুরু করে। অনুরাগীরা দাবি করেন, তাঁর মুখেও অপরূপ লাবণ্যের ঝলক দেখা গিয়েছে। রূপের আতিশয্যও বেড়ে গিয়েছে। বর্তমানে নেটিজেনদের বড় অংশের প্রশ্ন, তাহলে কি ফের সন্তানসম্ভবা রাইসুন্দরী?

২০১১ সালের নভেম্বর মাসে ঐশ্বর্য এবং অভিষেকের পরিবারে আরাধ্যার আগমন ঘটেছিল। এখন ১১ বছর বয়স জুনিয়র বচ্চনের। এই পরিস্থিতিতে আবারও প্রশ্ন উঠছে যে রাইসুন্দরী ফের মা হতে চলেছেন কিনা। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি বচ্চন পরিবার। তবে এই প্রথম নয়। আগেও একাধিকবার রটেছিল ঐশ্বর্য রাই বচ্চন মা হতে চলেছেন। সেক্ষেত্রেও ওভারসাইজ পোশাক পরেই প্রকাশ্যে এসেছিলেন রাইসুন্দরী।

বর্তমানে কেরিয়ার এবং সংসার নিয়ে ব্যস্ত ঐশ্বর্য। মণি রত্নমের Ponniyin Selvan I ছবিতে কাজ করেছেন তিনি। এই ছবির প্রমোশন নিজেই বেজায় ব্যস্ত ঐশ্বর্য। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি। অনেকে দাবি করছেন, বাহুবলীর তুলনায় এই ছবির গ্ল্যামার অনেকগুণ বেশি। ফলে ব্যবসার নিরিখেও এস এস রাজামৌলির ছবিকে ছাপিয়ে যাবে এই সিনেমা।


Delhi Air Pollution | বাতাসে বিষ! দিল্লিতে চালু হল GRAP-4, বন্ধ স্কুল-কলেজ, নিষিদ্ধ নির্মাণ কাজ!
Weather Update | সপ্তাহান্তে ভরপুর শীতের আমেজ! কলকাতায় কতটা নামলো পারদ?
Lionel Messi | ভোরেই শহরে পা "ফুটবলের রাজপুত্র" লিওনেল মেসির, এয়ারপোর্টে নেমেছে ভক্তের ঢল
India-UK FTA | ব্রিটেনের সাথে চুক্তিতে লাভ হলো ভারতের, ৯৯% পণ্যে দিতে হবেনা শুল্ক!
Emergency Movie Banned in Bangladesh | কঙ্গনার 'এমার্জেন্সি' চলবে না বাংলাদেশে, নিষিদ্ধের দাবি তুললো পড়শী দেশ
WB By Election 2024 | দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ, ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে কোথায় পড়লো কত ভোট?
Breaking News | চাইলেও মিলবে না লুজ শিট! চতুর্থ সেমিস্টারের পরীক্ষার আগে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের