২রা এপ্রিল ২০২২-এ শুরু হতে চলেছে আইপিএল, চেন্নাইয়ে হতে পারে উদ্বোধন!

Friday, December 8 2023, 1:22 pm
highlightKey Highlights

পরবর্তী আইপিএল হতে চলেছে দেশের মাটিতেই। সূত্রের খবর অনুযায়ী আগামী বছর ২রা এপ্রিল শুরু হতে পারে এই কোটিপতি লিগ।


এখনও পর্যন্ত পরবর্তী আইপিএল সংক্রান্ত কোনো তথ্য সরকারিভাবে ঘোষণা করা হয়নি । তবে সূত্রের খবর, ২০২২ সালের ২রা এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল। উদ্বোধনী অনুষ্ঠানও চেন্নাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ায় দক্ষিণের শহরে আইপিএলের মহাযজ্ঞ শুরু হতে পারে

এবারে চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ায় আইপিএলের মহাযজ্ঞ শুরু হতে পারে দক্ষিণের শহর গুলিতে। আটের বদলে এবারের আইপিএল হবে দশ দলের। আহমেদাবাদ এবং লখনউ থেকে অংশ নেবে দুটো দল। 

Trending Updates

দু'মাস ধরে চলবে আইপিএল 

২০২২ সালের আইপিএলে মোট ১০টি দল নিয়ে ৭৪ টি ম্যাচ হওয়ার কথা। দলের সংখ্যা বাড়াতে স্বাভাবিক ভাবেই ম্যাচের সংখ্যাও বাড়বে। জানা যাচ্ছে প্রায় দু'মাস ধরে এই আইপিএল চলবে। জুন মাসের প্রথমদিকে শেষ হতে পারে টুর্নামেন্ট। 

২রা এপ্রিল ২০২২-এ শুরু হবে আইপিএল
২রা এপ্রিল ২০২২-এ শুরু হবে আইপিএল

লিগের ফরম্যাট একই থাকবে। প্রত্যেক দল ১৮ টি ম্যাচ খেলবে ; ৯ টি হোম এবং ৯ টি অ্যাওয়ে। চেন্নাইয়ে জাঁকজমক সহকারে আইপিএলের উদ্বোধন করতে চান কর্তারা। তবে এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। 

ভারতেই হবে আইপিএল ২০২২
ভারতেই হবে আইপিএল ২০২২

জাঁকজমক ভাবেই চেন্নাইয়ে আইপিএলের উদ্বোধন করতে চান কর্তারা। তবে এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সবটাই কানাঘুষো শোনা যাচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন, পরের বছর আইপিএল ভারতেই করতে চান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File