খেলাধুলা

IPL 2024 | কোয়ালিফায়ার নিয়ে আত্মবিশ্বাসী KKR! তবে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

IPL 2024 | কোয়ালিফায়ার নিয়ে আত্মবিশ্বাসী KKR! তবে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
Key Highlights

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে কেকেআর হারাতে পারলেই, ফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে।

শেষ লগ্নে চলে এসেছে আইপিএল ২০২৪। আজ, মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল কোয়ালিফায়ার (IPL Qualifier) খেলবে সানরাইজার্স হায়দরাবাদ- কলকাতা নাইট রাইডার্স। এদিন এই আইপিএল কোয়ালিফাইড টিম (ipl qualified team) এর মধ্যে যে জিতবে সে সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। ইতিমধ্যেই টস জিতে সানরাইজার্স ক্যাপ্টেন প্যাট কামিন্স শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে রান তাড়া করবে কলকাতা নাইট রাইডার্স। তবে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। এর আগে কলকাতা নাইট রাইডার্সের শেষ ২টি লিগ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। এক্ষেত্রে এদিনের কেকেআর বনাম হায়দরাবাদের (KKR vs SRH) ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে কী হবে? 

প্রায় ২ মাস পর গত ১৯ মে চলতি আইপিএল টুর্নামেন্টে লিগ পর্যায়ের যাবতীয় ম্যাচ শেষ হয়ে গিয়েছে। প্লে-অফে কোন চারটে দল খেলবে, তা ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে মঙ্গলবার অর্থাৎ ২১ মে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ আয়োজিত হচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ইতিমধ্যেই ইতিমধ্যেই টস জিতে সানরাইজার্স ক্যাপ্টেন প্যাট কামিন্স শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে রান তাড়া করবে কলকাতা নাইট রাইডার্স। তবে ম্যাচের শুরু থেকেই চোখ রাঙাচ্ছে বৃষ্টি। এক্ষেত্রে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এর আগে কলকাতা বনাম হায়দরাবাদের মধ্যে আয়োজিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। সম্প্রতি এই স্টেডিয়ামে আয়োজিত কলকাতা বনাম গুজরাট ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে।

স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন বাতাসে তাপমাত্রার পরিমাণ ৩৮ থেকে ৪২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। ২১ মে আয়োজিত ম্যাচটি দুই দলের সমর্থকরাই বিনা কোনও বাধায় উপভোগ করতে পারবেন। কিন্তু যদি ম্যাচ চলাকালীন একান্তই বৃষ্টি নামে, তাহলে ২০ ওভার ম্যাচ আয়োজন করার জন্য কাট-অফ টাইম রাত ৯টা ৪০ মিনিট থেকে শুরু হবে। অবশেষে ৫ ওভার ম্যাচ আয়োজন করার জন্য কাট-অফ টাইম রাত ১০টা ৫৬ মিনিট পর্যন্ত রাখা হবে। যদি তারপরও ম্যাচ শুরু করা না যায়, তাহলে স্থগিত ঘোষণা করে দেওয়া হবে। সেক্ষেত্রে ম্যাচটি পরের দিন (২২ মে) অর্থাৎ রিজার্ভ ডে'তে আয়োজন করা হবে। যদি সেদিনও বৃষ্টি হয়, তাহলে লিগ পর্যায়ে যে দল পয়েন্টস টেবিলের শীর্ষে থাকবে, তারাই ফাইনালে প্রবেশ করবে।

উল্লেখ্য, আইপিএল কোয়ালিফায়ার ম্যাচে যে দল জয়লাভ করবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর যারা হারবে, তারা আগামী ২৪ মে আইপিএল কোয়ালিফায়ার ২ (ipl qualifier 2) ম্যাচ খেলতে নামবে। সেই ম্যাচে যারা জয়লাভ করবে, এই টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পা রাখতে পারবে। এদি,  প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়তে পারেন সুনীল নারিন। তিনি এই ম্যাচে ৪টি ছক্কা মারলেই কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০টি ছক্কা হাঁকানোর নজির গড়বেন। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদও কিন্তু প্রায় একই ধরনের টেমপ্লেট নিয়ে খেলছে। তবে তাদের ব্যাটিং বিভাগে আগ্রাসন কিছুটা হলেও নাইটদের চেয়ে বেশি। বর্তমানে দারুণ ছন্দে রয়েছে হায়দরাবাদের ব্যাটিং। প্রত্যেক ম্যাচেই বড় রান তুলছে। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সানরাইজার্সের দখলে। লিগ পর্বে কার্যত প্রত্যেক ম্যাচেই ব্যাটিং ঝড় দেখা গিয়েছে। বিশেষ করে পাওয়ার প্লে-তে। বিধ্বংসী মেজাজে শুরু করছেন ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। তবে ২০ পয়েন্টস সংগ্রহ করে তারা লিগ টেবিলের শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিক, ১৭ পয়েন্টস নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দাবাদ।ফলে ফাইনালে কে উঠবে তা নির্ধারিত হবে আজকের ম্যাচেই।


Jaipur highway | ভররাতে সিলিন্ডার বোঝাই ট্রাকে একাধিক বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলো ৭টি গাড়ি
Horoscopes | লক্ষ্মী পুজোর দিন একাধিক রাশির ভাগ্যোন্নতি! দেখুন আজকের রাশিফল!
Pahalgam Terror Attack | মোবাইলের চার্জারের সূত্র ধরে পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিকে ধরলো তদন্তকারীরা
IND W VS PAK W | এশিয়া কাপের পুনরাবৃত্তি, হ্যান্ডশেক করলেন না হরমনপ্রীত-ফতিমা
North Bengal | বিপর্যয়ে বিহ্বল উত্তরবঙ্গ, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, প্রকাশ্যে হেল্পলাইন নম্বর
Madhya Pradesh | কাফ সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু, মধ্যপ্রদেশে গ্রেপ্তার ‘কোল্ডরিফ’ সিরাপ প্রেসক্রাইব করা চিকিৎসক গ্রেপ্তার
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo