IPL 2024 Schedule | নির্বাচন সত্ত্বেও দেশের মাটিতেই হবে সম্পূর্ণ টুর্নামেন্ট! মার্চ মাসেই শুরু হতে পারে আইপিএল ২০২৪ !

Tuesday, February 20 2024, 1:30 pm
highlightKey Highlights

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল আইপিএল ২০২৪ এর সময়সূচী সম্পর্কে বলেন, সাধারণ নির্বাচন সত্ত্বেও, পুরো টুর্নামেন্টটি শুধুমাত্র ভারতে খেলা হবে। পাশাপাশি খেলা শুরু হতে পারে মার্চ মাস থেকে।


পরের মাসেই শুরু হতে পারে আইপিএল ২০২৪ (IPL 2024)। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল আইপিএল ২০২৪ এর সময়সূচী (IPL 2024 Schedule) সম্পর্কে এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি আরও আইপিএলের সময়সূচী ২০২৪ (IPL Schedule 2024) সম্পর্কে জানা গিয়েছে, সাধারণ নির্বাচন সত্ত্বেও, পুরো টুর্নামেন্টটি শুধুমাত্র ভারতে খেলা হবে। তবে প্রথমে প্রাথমিক সূচি ঘোষা করা হতে পারেও বলেও জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল।

আইপিএল ২০২৪ এর সময়সূচী সম্পর্কে চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন, মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবা হচ্ছে
আইপিএল ২০২৪ এর সময়সূচী সম্পর্কে চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন, মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবা হচ্ছে

কবে থেকে শুরু আইপিএল?

Trending Updates

আগামী ২৩ সে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুম। আর মার্চে শুরু হওয়ার কথা আইপিএল ২০২৪-এর। কিন্তু কবে শুরু হবে আইপিএল তা নিয়ে নির্দিষ্টি কোনও তারিখ জানা যাচ্ছিল না। কারণ সেই সময়ে লোকসভা নির্বাচন রয়েছে। তাতে দেশের মাটিতে আইপিএল হবে কিনা তা নিয়ে ছিল নান জল্পনা। তবে এরই মাঝে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএল ২০২৪ এর সময়সূচী (IPL 2024 Schedule) সম্পর্কে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন, ২২ সে মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবা হচ্ছে। আইপিএলের সময়সূচী ২০২৪ (IPL Schedule 2024) অনুযায়ী, চেন্নাইতে প্রথম ম্যাচ হতে পারে। সেইভাবেই সরকারি এজেন্সিগুলির সঙ্গে আলোচনা চলছে। এছাড়াও ভারতে হবে পুরো আইপিএল। এপ্রিল-মে মাসে নির্বাচনের কারণেই মূলত আইপিএলের ১৭ তম সংস্করণের সময়সূচী এখনও প্রকাশ করা হয়নি। এই বিষয়ে ধুমল বলেছেন, প্রাথমিকভাবে শুধুমাত্র প্রথম ১৫ দিনের শিডিউল প্রকাশ করা হবে। সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর বাকি ম্যাচের তালিকা নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত,  ২০২৪ এর লোকসভা নির্বাচনের জন্য আইপিএল ভারতে হবে কি না তা নিয়ে সংশয় ছিল। এদিকে এর আগে ২০০৯ সালে আইপিএল সম্পূর্ণভাবে দক্ষিণ আফ্রিকাতে খেলা হয়েছিল। এরপর ২০১৪ সালে, সাধারণ নির্বাচনের কারণে, কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলা হয়েছিল। কিন্তু ২০১৯ সালে সাধারণ নির্বাচন সত্ত্বেও টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হয়েছিল। এদিকে ২০২৪ সালেও ভারতেই সম্পূর্ণ আইপিএল আয়োজিত হবে বলেই জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর বাকি ম্যাচের তালিকা নির্ধারণ করা হবে
সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর বাকি ম্যাচের তালিকা নির্ধারণ করা হবে

আইপিএল ২০২৪ টিমের তালিকা :

২০২৩ সালের ১৯সে ডিসেম্বর, মঙ্গলবার, দুইবাইয়ে আয়োজিত হয় আইপিএল ২০২৪ নিলাম (IPL 2024 Auction)। সেখানে ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের দলের ফাঁক ফোকর মেটানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। কোটি কোটি টাকায় ক্রিকেটার কেনে আইপিএল ২০২৪ (IPL 2024) টুর্নামেন্টের দল কর্তৃপক্ষ। আইপিএল ২০২৪ টিমের তালিকা (IPL 2024 Team List)তে রয়েছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার কেকেআর,কিংস ইলেভেন পাঞ্জাব,রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটাল, মুম্বই, লখনৌ, গুজরাট, ব্যাঙ্গালুরু, হাদ্রাবাদ।

উল্লেখ্য, আইপিএল ২০২৪ টিমের তালিকা (IPL 2024 Team List) এর ১০টি দল আইপিএল নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটারকে কিনতে পারত। সেখানে ৭২ জন ক্রিকেটারকে ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে ১০ ফ্র্যাঞ্চাইজি। মোট ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন এই মিনি নিলামে। সবমিলিয়ে এবারের আইপিএলের মিনি নিলামে মোট ৩৩৩ জনের নাম ওঠার কথা ছিল। শেষপর্যন্ত নাম ওঠে ১০৫ জনের। নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। তাঁকে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে প্যাট কামিন্সকে সানরাইজার্স হায়দরাবাদ ২০.৫০ কোটি টাকায় কিনেছে। এই নিলামে, ছয়জন খেলোয়াড়ের জন্য ১০ কোটি টাকা বা তার বেশি দর দেওয়া হয়েছিল। মোট ৩৯ জন খেলোয়াড় কোটিপতি হয়েছেন, অর্থাৎ তাদের ওপর এক কোটি বা তার বেশি মূল্যের বিড হয়েছে। নিলামে সবচেয়ে দামি বিক্রি হয়েছিল ভারতের হার্ষাল প্যাটেল। তাঁকে ১১.৭৫ কোটি টাকায় কিনেছে পঞ্জাব কিংস। এই নিলামের সবচেয়ে দামি আনক্যাপড খেলোয়াড় ছিলেন সমীর রিজভী। চেন্নাই সুপার কিংস তাঁকে ৮.৪০ কোটি টাকায় কিনেছে। নিলামের আগে সব দলের খরচ ছিল মোট ২৬২.৯৫ কোটি টাকা। ১০ টি দল মোট ২৩০.৪৫ কোটি টাকা খরচ করেছে। এই নিলামে মোট নয়জন আনক্যাপড খেলোয়াড় কোটিপতি হয়েছেন এবং সকলেই ভারতীয়।

আইপিএল ২০২৪ শেষ হওয়ার কয়েকদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
আইপিএল ২০২৪ শেষ হওয়ার কয়েকদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

বলাবাহুল্য, আইপিএল ২০২৪ শেষ হওয়ার কয়েকদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024)শুরু হবে। জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) টুর্নামেন্টে ভারত বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ই জুন। আর আইসিসি টুর্নামেন্ট শুরু হবে ১ লা জুন আমেরিকা ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File