খেলাধুলা

IPL 2024 News | আইপিএল ২০২৪-র মাঝামাঝি পর্যাতেই তৈরি হয়েছে একাধিক সর্বকালীন রেকর্ড! দেখুন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে কোন পাঁচটি রেকর্ড ভাঙলো!

IPL 2024 News | আইপিএল ২০২৪-র মাঝামাঝি পর্যাতেই তৈরি হয়েছে একাধিক সর্বকালীন রেকর্ড! দেখুন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে কোন পাঁচটি রেকর্ড ভাঙলো!
Key Highlights

আইপিএল ২০২৪-এর লিগ পর্ব একেবারে মাঝামাঝি পর্যায়ে ইতিমধ্যেই একের পর এক রেকর্ড ভেঙে যেতে দেখা গিয়েছে টুর্নামেন্টে। ভেঙে গিয়েছে অতীতের বহু নজির। আপাতত মরশুমের মাঝপথে দেখে নেওয়া যাক ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে কোন পাঁচটি সর্বকালীন রেকর্ড এবছর ভেঙে গিয়েছে।

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর লিগ পর্ব একেবারে মাঝামাঝি পর্যায়ে। ভারতের ক্রিকেট মহারণ টুর্নামেন্টে রোজই কোনও না কোনও রেকর্ড তৈরী হচ্ছে।  চলতি আইপিএলে ইতিমধ্যেই একাধিক সর্বকালীন রেকর্ড দেখা গিয়েছে। ভেঙে গিয়েছে অতীতের বহু নজির। আইপিএল ২০২৪ খবর (IPL 2024 News) এর শিরোনামে একের পর এক উঠে আসছে রেকর্ড ভাঙা ম্যাচের কথা। চলতি মরশুমের মাঝপথে দেখে নেওয়া যাক ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে কোন পাঁচটি সর্বকালীন রেকর্ড এবছর ভেঙে গিয়েছে।

এক ম্যাচে সব থেকে বেশি রান: এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M Chinnaswamy Stadium) এ আরসিবি বনাম সানরাইজার্স ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫৪৯ রান ওঠে, যা শুধু আইপিএলের ইতিহাসেই নয়, বরং টি-২০ ক্রিকেটের সার্বিক ইতিহাসে সর্বকালীন রেকর্ড বলে বিবেচিত। ম্যাচে শুরুতে ব্যাট করে সানরাইজার্স ৩ উইকেটে ২৮৭ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৬২ রান সংগ্রহ করে।

পাওয়ার প্লে-তে সব থেকে বেশি রান: আইপিএল পাওয়ার প্লে হাই স্কোর (ipl power play high score) এর নজির গড়েছে ২০২৪ এর মরশুমেই। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ। শুধু ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসেই নয়, বরং সার্বিকভাবে টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটি বিশ্বরেকর্ড। এর আগে কখনও কোনও টি-২০ ম্যাচের প্রথম ৬ ওভারে ১২৫ রান ওঠেনি। ফলে চলতি মরশুমে গড়া ১২৫ রান আইপিএল পাওয়ার প্লে হাই স্কোর (ipl power play high score) হিসেবে রেকর্ড গড়েছে।

সর্বোচ্চ দলগত ইনিংস: আইপিএল ২০২৪ খবর (IPL 2024 News) অনুযায়ী, এবছর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M Chinnaswamy Stadium)-এ আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে ধ্বংসাত্মক ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৮৭ রানের বিরাট ইনিংস গড়ে তোলে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ১৭ মরশুমের ইতিহাসে এটিই সব থেকে বেশি রানের দলগত ইনিংস। সানরাইজার্স এক্ষেত্রে নিজেদেরই পুরনো রেকর্ড ভেঙে দেয়। এবছরই ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ উইকেটে ২৭৭ রানের ইনিংস গড়ে হায়দরাবাদ। সেই রেকর্ডকে তারা আরও একটু উন্নত করে আরসিবির বিরুদ্ধে।

সব থেকে বেশি রান তাড়া করে জয়: আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের ঘটনা দেখা যায় চলতি মরশুমেই। জোস বাটলারের দুর্দান্ত শতরানের সুবাদে ইডেনে কেকেআরের মুখের গ্রাস ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস। শুরুতে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২৩ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ম্যাচের একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২২৪ রান সংগ্রহ করে নেয়।

এক ম্যাচে সব থেকে বেশি ছয় : একটি আইপিএল ম্যাচে সব থেকে বেশি ছক্কা দেখা যায় চলতি মরশুমেই। চিন্নাস্বামীতে আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৩৮টি ছক্কা মারেন ব্যাটসম্যানরা, যা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা মারেন ২২টি ছক্কা। আরসিবির ব্যাটাররা সাকুল্যে ১৬টি ছক্কা হাঁকান সেই ম্যাচে।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় আইপিএল ২০২৪ স্কোয়াড (ipl 2024 squad) এর মধ্যে সর্ব প্রথমে রয়েছে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় সাথেন রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই, লখনৌ, গুজরাট। যে আইপিএল ২০২৪ স্কোয়াড (ipl 2024 squad) সপ্তম-অষ্টম-নবম এবং দশম স্থানে রয়েছে তা হলো-মুম্বই, দিল্লি, পঞ্জাব এবং বেঙ্গালোর।


MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo