অবশেষে জল্পনার অবসান! আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনিই

Sunday, September 4 2022, 12:39 pm
highlightKey Highlights

আইপিএলের আরও একটি মরশুমে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির অবসর নিয়ে দীর্ঘদিন ধরে যে জল্পনা চলছিল অবশেষে তার ইতি হল।


আইপিএলের আরও একটি মরশুমে মহেন্দ্র সিং ধোনিকে খেলতে দেখা যাবে। শুধু তাই নয়, চেন্নাই সুপার কিংসকে তিনিই নেতৃত্ব দেবেন। আজ এ কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।

মাহির অবসরের জল্পনার ইতি, মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন হওয়ায় ফের জয়ের আশায় সিএসকে

প্রতিটি আইপিএলের আসরেই ধোনি বারবার তাঁর অবসর নিয়ে জল্পনা উড়িয়ে দেন। এমনকী তিনি জানিয়েছিলেন, তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের বিদায়ী ম্যাচের সাক্ষী হতে না পারলেও আইপিএল থেকে অবসর নেওয়ার আগে চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমীরা মাঠে বসে তাঁর শেষ ম্যাচ দেখতে পারবেন। ধোনি সেই কথা রাখার দিকেই এগোচ্ছেন। আগামী মরশুমই ক্রিকেট মাঠে ধোনির শেষ বছর হতেই পারে। তবে যেহেতু নামটা ধোনি, তাই নিশ্চিতভাবেই কিছু বলা যায় না।

Trending Updates

২০২০ সালের পর ২০২২ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস প্লে অফে যেতে পারেনি। তবে ২০২০ সালের ব্যর্থতার পর ঘুরে দাঁড়িয়ে ২০২১ সালে ধোনির সিএসকে যেমন চ্যাম্পিয়ন হয়েছিল, তেমনটা আগামী মরশুমে ঘটবে বলে আশায় সিএসকে ও ধোনি-ভক্তরা।

ধোনি সিএসকের অধিনায়ক থাকছেন, এই বিষয়টি নিশ্চিত হলেও ধোঁয়াশা থাকছে রবীন্দ্র জাদেজাকে নিয়ে। জাড্ডু সম্প্রতি হাঁটুর চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় এখনই জাদেজাকে টি ২০ বিশ্বকাপের ভাবনা থেকে সরাতে নারাজ। কিন্তু তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে যাবেন নির্ভরযোগ্য অলরাউন্ডার। মাস ছয়েকও মাঠের বাইরে থাকার আশঙ্কা রয়েছে। ফলে আইপিএলে কী হবে, তা এখনই বলা যাচ্ছে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File