IPL 2023 Updates | ম্যাচ শেষে ক্ষুব্ধ কোহলি! মুখোমুখি চেন্নাই-রাজস্থান!

Thursday, April 27 2023, 11:31 am
highlightKey Highlights

কেকেআরের কাছে হেরে ক্ষুব্ধ বিরাট কোহলি। ম্যাচ শেষে তুলে ধরলেন দলের ভুল। আজ ফের মুখোমুখি চেন্নাই - রাজস্থান।


বিরাটের দলকে তাদের ঘরেই হারিয়ে ঘুরে দাঁড়ালো কেকেআর (KKR)। ২১ রানে পরাজয়ের পর দলের ফিল্ডিং নিয়ে মন্তব্য করতে শোনা গেলো আরসিবি (RCB) ক্যাপ্টেন বিরাট কোহলিকে (Virat Kohli)।

আরসিবিকে হারিয়ে ঘুরে দাঁড়ালো কেকেআর
আরসিবিকে হারিয়ে ঘুরে দাঁড়ালো কেকেআর

বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নীতিশ রানার (Nitish Rana) দলের কাছে হেরে বিরাটের মন্তব্য, খেলায় বোলিং ভালো হলেও ফিল্ডিং বাজে করেছে আরসিবি। ক্যাপ্টেন আরও জানান, সহজ দুটো ক্যাচ ফেলে দেওয়ায় বাড়তি ২৫-৩০ রান করতে পেরেছে কেকেআর। ব্যাটিংয়ের শুরু ভালোভাবেই হলেও চার পাঁচ খান খারাপ শট খেলে সহজেই উইকেট হারায় আরসিবি। কিন্তু সেই বল গুলো হারানোর মতোই ছিলনা। কোহলির মতে, আর একটা পার্টনারশিপ গড়তে পারলেই ম্যাচে ভালো ফল পাওয়া যেত। বিরাটের ক্ষোভ, ফিল্ডিং করার সময় ৪ - ৫ ওভারের একটা সময় ছিল যখন বেশ কিছু সুযোগ নষ্ট করে দল। 

Trending Updates
কেকেআরের কাছে হেরে ক্ষুব্ধ বিরাট কোহলি
কেকেআরের কাছে হেরে ক্ষুব্ধ বিরাট কোহলি

নিজের ঘরের মাঠে হারলেও নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ৫৪ রানের ইনিংসের সুবাদে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩,০০০ রানের গণ্ডি পার করলেন কোহলি। তিনিই প্রথম ব্যাটার যে টি- টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে তিন হাজার রান করেছেন। এই স্টেডিয়ামে ৯২টি ইনিংস খেলে ৩৭.৬৮ গড়ে ৩০১৫ রান করেন বিরাট। 

মুখোমুখি  সিএসকে-রাজস্থান রয়্যালস
মুখোমুখি  সিএসকে-রাজস্থান রয়্যালস

প্রসঙ্গত, আজ অর্থাৎ বৃহস্পতিবার ২৭এ এপ্রিল ২২ গজের মাঠে মুখোমুখি হতে চলেছে সিএসকে (CSK) ও রাজস্থান রয়্যালস (RR)। এখনও পর্যন্ত লীগের শীর্ষে রয়েছে মহেন্দ্র সিং ধোনির  (Mahendra Singh Dhoni) দল। ৭টি ম্যাচের মধ্যে ৫টি তে জয় সঙ্গে ১০ পয়েন্ট পেয়ে প্লে অফের (Play Off) দৌড়ে অনেক এগিয়ে চেন্নাই। অন্যদিকে, পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে রাজস্থান। ৭ টি ম্যাচের মধ্যে ৪টি জিতেছে এই দল। ৮ পয়েন্ট থাকলেও রান রেট (Run Rate) এর জন্য পিছিয়ে রয়্যালসরা। তবে চলতি আইপিএল - এ দুই দলই খেলেছে ভালো। এদিনের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই়তে কে জিতবে তা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে সন্ধে ৭.৩০ টায় টাটা আইপিএল-এ (Tata IPL)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File