"ধোনি ক্রিজে থাকাকালীন ভয়ে কাঁপছিলাম," ম্যাচ জিতে বললেন নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স। গোটা ম্যাচের রাশ ছিল অধিনায়ক শ্রেয়স আয়ারের হাতে।এই প্রথমবার তিনি কলকাতা দলকে নেতৃত্ব দিচ্ছেন
কলকাতা দলকে প্রথম বার নেতৃত্ব দিয়ে বাজিমাত করলেন শ্রেয়স আয়ার। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাডেজার আইপিএল এর শুরু হল হার দিয়ে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের।
কেকেআর বনাম সিএসকে, দূর্দান্ত এই ম্যাচের পর কী বললেন দুই দলের অধিনায়করা?
ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ‘‘ধোনি যখন ব্যাট করার সময় বেশ চাপ লাগছিল। শিশির পড়তে শুরু করায় একটু অসুবিধা হচ্ছিল বল গ্রিপ করতে। গোটা দল খুব সাহায্য করেছে। এই জয়ের ধারা এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এখানে খেলে বড় হয়েছি। পাটা উইকেট হবে বলেই মনে হয়েছিল। অনুশীলনে উমেশ খুব ভাল করছিল। আজ ওর খেলা দেখে বেশ ভাল লেগেছে।’’
জাডেজা বলেন, ‘‘ধোনির জুতোয় পা গলানো সহজ নয়। শিশির খুব বড় ভূমিকা নিয়েছে। টস জিতলে আগে বল করতে চাইবে সকলেই। প্রথম ৬-৭ ওভার উইকেট বেশ ড্যাম্প ছিল। শিশির পড়লেও সকলে খুব ভাল বল করেছে। বিশেষ করে ব্র্যাভো।’’
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল ২০২২
- ক্রিকেট
- সিএসকে
- কেকেআর