বিসিসিআই-এর বড় সিদ্ধান্ত , কোভিড বিধি মেনে এ বার মাঠে বসেই আইপিএল দেখা যাবে
Key Highlightsভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য খুশির খবর। এ বারের আইপিএল-এর ম্যাচগুলি মাঠে বসে উপভোগ করতে পারবেন ২৫ শতাংশ দর্শক
এবার আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে। এ বারের সম্পূর্ণ আইপিএল ম্যাচ টি আয়োজিত হচ্ছে মহারাষ্ট্রে। ৫৫টি লিগ পর্বের ম্যাচ খেলা হবে মুম্বইয়ের তিনটি স্টেডিয়ামে এবং পুনেতে আয়োজিত হবে ১৫টি ম্যাচ। প্লে-অফ, নক আউট এবং ফাইনাল খেলা হবে আহমেদাবাদে।
কোভিড বিধি মেনে ফের জোর কদমে শুরু হচ্ছে আইপিএল, শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি
আইপিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল অর্থাৎ ২৩ শে মার্চ দুপুর ১২টা থেকেই শুরু হয়ে গিয়েছে এই আইপিএল-এর ম্যাচগুলির টিকিট বিক্রি। কোভিড বিধি মেনে মুম্বই, নভি মুম্বই এবং পুনেতে ২৫ শতাংশ দর্শক নিয়ে আয়োজিত হবে এই ম্যাচগুলি। ওয়াংখেড়ে এবং ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ২০টি ম্যাচ আয়োজিত হবে। ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত হবে ১৫টি করে ম্যাচ।
আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই-কে স্বাগত জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। চিন্তা ভাবনায় ছিল সংযুক্ত আরব আমিরশাহী। তবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডে শুরু থেকেই স্থির করেছিল দেশের বাইরে এই বার নিয়ে যাওয়া হবে না আইপিএল।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল ২০২২
- বিসিসিআই
- ক্রিকেট








