Internet Explorer: স্মৃতিমেদুর নেটদুনিয়া; বিদায় ইন্টারনেট এক্সপ্লোরার!

Tuesday, June 14 2022, 8:03 am
highlightKey Highlights

আর মাত্র ১ দিন। ২৭ বছরের পথ চলায় ইতি। অবশেষে 'অবসর নিচ্ছে' মাইক্রোসফটের এই পুরোনো ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার।


ইন্টারনেট এক্সপ্লোরার (formerly Microsoft Internet Explorer and Windows Internet Explorer, commonly abbreviated as IE or MSIE) হল গ্রাফিকাল ওয়েব ব্রাউজারগুলির একটি বন্ধ সিরিজ যা মাইক্রোসফ্ট দ্বারা বিকাশিত এবং ১৯৯৫ সালে শুরু হওয়া মাইক্রোসফ্ট উইন্ডোজ লাইন অফ অপারেটিং সিস্টেমের অন্তর্ভুক্ত। এটি প্রথম অংশ হিসাবে প্রকাশিত হয়েছিল। অ্যাড-অন প্যাকেজ প্লাস! সেই বছর উইন্ডোস ৯৫ (Windows 95) এর জন্য। পরবর্তী সংস্করণগুলি বিনামূল্যে ডাউনলোড, বা ইন-সার্ভিস প্যাক হিসাবে উপলব্ধ ছিল এবং উইন্ডোজ 95 এবং উইন্ডোজের পরবর্তী সংস্করণগুলির মূল সরঞ্জাম প্রস্তুতকারক (OEM) পরিষেবা প্রকাশগুলিতে অন্তর্ভুক্ত ছিল।

কবে থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার পরিষেবা | When is the Internet Explorer service shutting down?

Trending Updates

২০২১ সালেই মাইক্রোসফট সংস্থা (Microsoft) ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের বিষয়ে ঘোষণা করে দিয়েছিল। কথা মতন আগামীকাল অর্থাৎ ১৫ই জুনের পর উইন্ডোজ টেনের (Windows 10) কিছু ভার্সনে আর দেখা মিলবে না এই ব্রাউজারের। বিকল্প হিসাবে মাইক্রোসফট এজ (Microsoft Edge) ব্যবহারের কথা বলেছে কোম্পানি। এবার থেকে ইন্টারনেট এক্সপ্লোরারে কেউ ক্লিক করলে তাকে মাইক্রোসফট এজ ব্রাউজারে নিয়ে যাবে কোম্পানি।

ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে কী বলছে মাইক্রোসফট | What does Microsoft say about Internet Explorer?

মাইক্রোসফট এজ ইন্টারনেট এক্সপ্লোরারের থেকে অনেক বেশি দ্রুত, নিরাপদ ও আরও আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা দিতে সক্ষম। পাশাপাশি এই ব্রাউজার এক্সপ্লোরের পুরোনো ঐতিহ্য ও অ্যাপ্লিকেশনগুলির মধ্যে সামঞ্জস্য বজায় রাখবে। মাইক্রোসফট এজ-এ ইনবিল্ট ইন্টারনেট এক্সপ্লোরার মোড ("IE মোড") রয়েছে। যাতে আপনি মাইক্রোসফট এজ থেকে সরাসরি সেই ইন্টারনেট এক্সপ্লোরার-ভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলি অ্যাক্সেস করতে পারবেন। অন্তত তেমনই জানিয়েছেন মাইক্রোসফটের এজেন্ট পার্টনার গ্রুপ প্রোগ্রাম ম্যানেজার শন লিন্ডারসে।

ইন্টারনেট এক্সপ্লোরারের অবদান | Contributions of Internet Explorer

বিশ্ববাজারে ইন্টারনেট এক্সপ্লোরার প্রথম ১৯৯৫ সালে আত্মপ্রকাশ করেছিল। দীর্ঘ ২৭ বছরের তৈরি একটি ব্রাউজার অবশেষে চিরতরে বন্ধ হচ্ছে। নেট দুনিয়ার ইতিহাস বলছে, আত্মপ্রকাশের মাত্র এক বছরের মধ্যে সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন হয়ে উঠেছিল এই ব্রাউজার। জাভাস্ক্রিপ্ট-সক্ষম থাকার কারণে ব্যবহারকারীদের JPEGs ও GIF দেখার অনুমতি দিয়েছিল এই ব্রাউজার।

কম্পিউটার সফটওয়্যারের ইতিহাস বলছে, কালের জীবনচক্রে এরকম অনেক ব্রাউজার এসেছে নেট দুনিয়ায়। কেউ কেউ সহজ-সরল ইন্টারফেসের কারণে ইউজারের মন জয় করেছে। নতুনরা চলে আসায় তাদের মনে রাখেনি বিশ্ব। এবার সেই যান্ত্রিক বিশ্বে হারিয়ে যাওয়ার তালিকায় নাম লেখাল ইন্টারনেট এক্সপ্লোরার। অনেকে আবার প্রতিযোগিতার বাজারে হারিয়ে গিয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File