প্রতিরক্ষা

গোয়ায় ভেঙে পড়ল নৌসেনার মিগ-২৯ যুদ্ধবিমান, ভাগ্যের জোরে প্রাণ রক্ষা পেল পাইলট

গোয়ায় ভেঙে পড়ল নৌসেনার মিগ-২৯ যুদ্ধবিমান, ভাগ্যের জোরে  প্রাণ রক্ষা পেল পাইলট
Key Highlights

নৌসেনার মিগের যুদ্ধ বিমান ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে গোয়ায়। নৌসেনারা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পাইলটকে। প্রাণে বেঁচে গেছেন তিনি।

ভয়ানক দুর্ঘটনার কবলে যুদ্ধ বিমান। নৌসেনার মিগের যুদ্ধ বিমানটি আকস্মিকভাবে ভেঙে পড়ে গোয়ায়। তবে ভেঙে পড়ার আগে নাটকীয় কায়দায় প্রাণ রক্ষা হল ওই বিমানের পাইলটের। নৌসেনারা ওই পাইলটটিকে উদ্ধার করছে । জানা গিয়েছে,মিগ-২৯কে ফাইটার এয়ারক্রাফটি গোয়া উপকূলে বিধ্বস্ত হয়েছে। ভারতীয় নৌবাহিনীর তরফে নিশ্চিত করা হয়েছে যে বিমানটি ভেঙে পড়ার আগেই পাইলট সেখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সমর্থ হয়েছেন।

কেন হঠাৎ ভেঙে পড়ল মিগ-২৯কে যুদ্ধ বিমান? জেনে নেওয়া যাক

বুধবার মিগ ২৯কে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে গোয়ার সমুদ্র উপকূলে কাছে পড়ার পর নৌ-সেনার তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে। উল্লেখ্য, ওই মিড ২৯কে যুদ্ধবিমান রুটিন উড়ানের সময় বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত হওয়ার আগে সেখান থেকে বেরিয়ে যায় পাইলট। নৌসেনা তৎপরতার সঙ্গে পাইলট কে সমুদ্র থেকে উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি নৌ-ঘাঁটিতে ফেরার সময় গোয়ার সমুদ্রের উপর ভেঙে পড়ে। এই ঘটনার অনুসন্ধানের জন্য বোর্ডকে একটি তদন্ত কমিটি গড়ার কথা বলা হয়েছে। ওই কমিটি তদন্ত করে দেখবে প্রযুক্তিগত কী সমস্যার কারণে মিগের যুদ্ধ বিমান ভেঙে পড়ল। এর আগে ২০২০ সালেও মিগের একটি যুদ্ধ বিমান পাঞ্জাবে ভেঙে পড়েছিল।

প্রাথমিক তদন্তে নৌ সেনার পক্ষে জানানো হয়েছে, "একটি প্রযুক্তিগত ত্রুটি মেরামতের পর ওই মিগ ২৯কে যুদ্ধ বিমানটির রুটিন ট্রায়াল চলছিল গোয়া উপকূলে। সেইসময়ই ঘটনা দুর্ঘটনা। বিমানটি ভেঙে পড়ল সাগরের উপর।" পাইলট সঠিক সময়ে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে নৌ বাহিনীর তরফে।


Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Adani-Bangladesh | বকেয়া টাকা মেটাচ্ছে ইউনূসের সরকার, ফের বাংলাদেশে পুরোদস্তুর বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গোষ্ঠী!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
Health Drink for Adults and Kids | পুষ্টির জন্য বাজার থেকে কিনে নয়, বরং বাড়িতেই হেলথ ড্রিংক বানিয়ে খান!
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]