আন্তর্জাতিক

বরখাস্ত করা হল টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে, অবশেষে টুইটার ইলন মাস্কের দখলে

বরখাস্ত করা হল টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে, অবশেষে টুইটার ইলন মাস্কের দখলে
Key Highlights

দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হল। নানা বিতর্কের শেষে টুইটারের মালিকানা লাভ করলেন ইলন মাস্ক।

নয়া মালিকানা লাভের পরই ইলন মাস্ক টুইটারের পুরানো কর্মীদের ছাটাই শুরু করলেন। সর্বপ্রথমেই টুইটারের সিইও পরাগ আগরওয়াল এবং সিএফও নেড সেগালকে বরখাস্ত করেছেন তিনি।

টুইটার বন্ধ করতেই কী এই জনপ্রিয় সোশ্যাল সাইটটি কিনলেন ইলন মাস্ক? আসুন জেনে নেওয়া যাক আসল কারণ

গত বৃহস্পতিবার বিকেল থেকে টুইটারের দায়িত্ব নেন ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছিল যে টুইটার কিনে নিয়ে তা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছিলেন ইলন। এরূপ নানা বিতর্ক এবং দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে টুইটার কিনে ফেললেন ইলন মাস্ক।

গত কয়েক মাস ধরে টুইটার কেনা নিয়ে ইলন মাস্কের সঙ্গে রীতিমত টানাপোড়েন চলছিল। কয়েকশো কোটি বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন বলে প্রথমে নিজেই টুইটারে সেকথা জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপর জানা যায় টুইটার বন্ধ করার পরিকল্পনা নিয়েই জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া সাইটটি কিনেছেন তিনি। যদিও মার্কিন ধনকুবের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন।

টুইটারের দায়িত্ব লাভের পরই একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে ইলন মাস্ক। সর্বপ্রথম অপসারণ করা হয়েছে টুইটারের সিইও পরাগ আগরওয়াল এবং টুইটারের ফিনান্সিয়াল সিইও নেড সেগালকে। ভুল তথ্য ছড়ানোর ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান টুইটারের নতুন মালিক। বরখাস্ত করার পর তাঁদের সান ফ্রান্সিস্কোর অফিসিয়াল হেডকোয়ার্টার ছেড়ে দিতেও বলা হয়েছে। মনে করা হচ্ছে পুরানো কর্মীদের সরিয়ে টুইটারকে নতুন করে সাজানোর উদ্যোগ নিচ্ছেন ইলন মাস্ক।