IRCTC Lower Berth Booking: নিশ্চিতভাবে ট্রেনের লোয়ার বার্থ পেতে কি করবেন জানুন

Monday, October 17 2022, 8:18 am
highlightKey Highlights

আইআরসিটিসি-র মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময়েই কিছু বিশেষ বিষয়ে খেয়াল রাখলে প্রবীণদের জন্য এই কোটার সুযোগ নেওয়া যায়।


আমরা দূরপাল্লার কোথাও যাত্রা করলে বেশিরভাগ সময় পরিবহন মাধ্যম হিসেবে ট্রেন ব্যবহার করি। সেদিক থেকে দেখতে গেলে ট্রেনের থ্রি-টিয়ার কিংবা টু-টিয়ার যে কোনও বগিতেই লোয়ার বার্থ পাওয়ার চাহিদা থাকে যাত্রীদের। বিশেষ করে প্রবীণ যাত্রীদের ও শিশুদের বেশি পছন্দ লোয়ার বার্থ। সমস্যা হয় একসঙ্গে একাধিক টিকিট কাটলে সব প্রবীণের জন্য লোয়ার বার্থ পাওয়া। কিন্তু কী কারণে সেটা অনেক সময়েই সম্ভব হয় না তা জানিয়েছে আইআরসিটিসি। 

আইআরসিটিসি-র মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময়েই প্রবীণদের জন্য কোটার সুযোগ যে নেওয়া যায় তা অনেকেরই অজানা। সেই অজানা পদ্ধতি জানতে সম্প্রতি এক ব্যক্তি টুইট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে ট্যাগ করেন। ওই ব্যক্তি তিন জন প্রবীণ নাগরিকের জন্য টিকিট কেটেছিলেন। একটি লোয়ার বার্থ পেলেও বাকি দু’টি পান আপার ও মিডল। এই ব্যবস্থা যাতে বদল করা হয় সেই দাবিও জানিয়েছেন তিনি। 

Trending Updates

এবিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রবীণ নাগরিকদের জন্য নিশ্চিত লোয়ার বার্থ পাওয়া যায় পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে ৬০ বছর ও মহিলাদের ক্ষেত্রে ৪৫ বছর হলেই। তবে একসঙ্গে তিনজনের টিকিট কাটলে সব লোয়ার বার্থ পাওয়া যায় না। এটা সম্ভব একজন বা দু’জনের জন্য একত্রে টিকিট কাটলে। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে যে ব্যবস্থা রয়েছে তাতে একসঙ্গে দু’জনের বেশি প্রবীণ নাগরিকের টিকিট কাটলে লোয়ার বার্থ নিশ্চিত করা সম্ভবই নয়। একথা পরিষ্কার যে প্রবীণ নাগরিকদের জন্য নিশ্চিত লোয়ার বার্থ পাওয়ার কোটার সুযোগ নিতে হলে তাঁদের টিকিট আলাদা করেই কাটতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File