খেলাধুলা

Archery World Championships 2023 | বিশ্ব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের মহিলা দল!

Archery World Championships 2023 | বিশ্ব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের মহিলা দল!
Key Highlights

বিশ্ব তিরন্দাজের প্রতিযোগিতায় মেক্সিকোকে হারিয়ে, প্রথমবার সোনা জিতলেন দেশের তিরন্দাজরা। ইতিহাস গড়লেন ভারতের মহিলা তিরন্দাজ দল।

ভারতের মুকুটে ফের সাফল্যের পালক। বার্লিনে (Berlin) আয়োজিত বিশ্ব তিরন্দাজির প্রতিযোগিতায় (World Archery Competition) সোনা জিতে গোটা বিশ্বের কাছে দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতের মহিলা দল। মহিলাদের কম্পাউন্ড ফাইনালে মেক্সিকোকে (Mexico) হারিয়ে ইতিহাস রচনা করলেন ভারতের তিন কন্যা।

জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam), অদিতি স্বামী (Aditi Swami) ও প্রণীত কাউর (Preneet Kaur) এই তিন ভারতীয় কন্যা মিলে ২৩৫-২২৯ ব্যবধানে পরাজিত করে মেক্সিকোর তিরন্দাজদের। অসাধারণ পারফরমেন্স করেন জ্যোতি-অদিতিরা। জয়ের পরে সংবাদমাধ্যমের কাছে দলের অন্যতম জুনিয়র সদস্য অদিতি জানান, দেশের হয়ে সোনা জয়, তাও আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে, এটি বিড়ল ঘটনা। বিশ্ব দরবারে দেশের জন্য সোনা নিশ্চিত করার ঘটনা নিজেই বিশ্বাস করতে পারছেন না এই তিরন্দাজ। পাশাপাশি জানান যখন প্রথম পদক এবং দেশের পতাকা সবার উপরে দেখেন তিনি তখন খুব ভালো লাগছিল তার।

প্রথম পদক এবং যখন দেখলাম দেশের পতাকা সবার উপরে তখন খুব ভালো লাগছিল।

অদিতি স্বামী

অন্যদিকে সোনা জিতে জ্যোতি বলেন, এর আগে অনেক রুপ জিতলেও গতকাল তারা সিদ্ধান্ত নেন এবার জিতলে সোনাই জিততে হবে। উল্লেখ্য, সেমিফাইনালে কলম্বিয়াকে (Semi-Final Colombia) ২২০-২১৬ ব্যবধানে পরাস্ত করে এগিয়ে যায় ভারতের তিরন্দাজ মহিলা দল। এর আগে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইকে (Chinese Taipei) ২২৮-২২৬ ব্যবধানে পরাস্ত করে ভারত। এরপর ফাইনাল রাউন্ডে ভারত মুখোমুখি হয় মেক্সিকোর সঙ্গে। মেক্সিকোর বিরুদ্ধে ভারত প্রথম তিনটে রাউন্ডে এগিয়েছিল ১৭৭-১৭২ ব্যবধানে। প্রথম রাউন্ডে ভারত পায়ে দুটো এক্স (X)। সঙ্গে ছিল পাঁচটা সঠিক ১০এস (10S)। এতেই চাপে পড়ে যায় মেক্সিকো। যদিও দ্বিতীয় রাউন্ডে কামব্যাক করে ভারতের প্রতিদ্বন্দ্বী দল। তৃতীয় রাউন্ডে ভারত একটা এক্স পেলেও পায় পাঁচটা ১০এস। এতেই সোনা নিশ্চিত করে দেশ।

ভারতের এই সফল তিরন্দাজ কন্যাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই দিন টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, জ্যোতি, অদিতি ও প্রণীতকে অনেক অভিনন্দন। তারা দেশের মুখ উজ্জ্বল করেছে। তাদের কঠোর পরিশ্রম ও হৃদয় দিয়ে খেলার ফলে সাফল্য এসেছে।

ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত। জ্যোতি সুরেখ ভেন্নাম,অদিতি স্বামী ও প্রণীত কাউরকে অভিনন্দন তীরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা জিতার জন্য। তোমাদের নিরলস পরিশ্রম আমাদের গর্বিত করে। তোমরা শুধু বিশ্বচ্যাম্পিয়নশিপে মুখ উজ্জ্বল করণী আমাদের সকলের অনুপ্রেরণাও তোমরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, তিরন্দাজের বিশ্ব মঞ্চে এই প্রথমবার সোনা জিতল ভারত। এর আগে ভারতের ঘরে আসেনি তিরন্দাজির সোনা। ২০১৯ সালে ভারত শেষ বার তিরন্দাজের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক জিতেছিল। নেদারল্যান্ডে (Netherland) দেশের পুরুষ দলের তরুণদ্বীপ রাই (Tarundeep Rai), অতনু দাস (Atanu Das) ও প্রবীণ যাদব (Praveen Yadav) জিতে ছিলেন রুপো। এবার ইতিহাস গড়ে দেশের জন্য তিরন্দাজের সোনা পদক জিতে নিয়ে এলেন ভারতের মহিলা দল।


Trump Tariff | ২৪ ঘন্টার মধ্যে ভারতের ওপর 'উল্লেখযোগ্য'ভাবে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি ট্রাম্পের!
Anil Ambani | ইডির অফিসে হাজিরা অনিল আম্বানির! আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট!
Garbeta | গড়বেতার রেল লাইনে বিস্ফোরণ! থেমে গেলো রাজধানী এক্সপ্রেস! নেপথ্যে মাওবাদীদের হাত?
Haldia | হলদিয়ায় মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে খুন! ৪ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ তমলুক আদালতের
Priyojit Ghosh | জিমে হার্ট অ্যাটাক! অকালে প্রাণ হারালেন বাংলার উদীয়মান তরুণ ক্রিকেটার
Local Train | রেল যাত্রীদের জন্য সুখবর,শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চলবে অতিরিক্ত ১০টি লোকাল ট্রেন!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo