T20 World Cup 2024 | বুধবার থেকে ২০২৪-র টি ২০ বিশ্বকাপে অভিযান শুরু হবে ভারতের! আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচ!

Wednesday, June 5 2024, 10:08 am
highlightKey Highlights

বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবারের টি ২০ বিশ্বকাপে অভিযান শুরু হবে ভারতের। নিউ ইয়র্কে ভারতীয় সময় রাত ৮টায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবেন রোহিত শর্মারা। এখনও পর্যন্ত আটটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে সাতটিতে জয়ী ভারত। চলতি টি ২০ বিশ্বকাপ টুর্নামেন্টে জয়ের অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া। তবে লড়াইটা খুব একটা সহজ হবে না রোহিতদের জন্য। কারণ ধারেভারে খুব বেশি পিছিয়ে নেই আয়ারল্যান্ড। সম্প্রতি তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা।


বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে এ বারের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) অভিযান শুরু হবে ভারতের। নিউ ইয়র্কে ভারতীয় সময় রাত ৮টায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবেন রোহিত শর্মারা। এখনও পর্যন্ত আটটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে সাতটিতে জয়ী ভারত। একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে যায়। 

চলতি  টি ২০ বিশ্বকাপ টুর্নামেন্টে জয়ের অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া। তবে লড়াইটা খুব একটা সহজ হবে না রোহিতদের জন্য। কারণ ধারেভারে খুব বেশি পিছিয়ে নেই আয়ারল্যান্ড। সম্প্রতি তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা। তাছাড়া আইসিসি ব়্যাঙ্কিংয়ে ভালো স্থানে রয়েছেন একাধিক আইরিশ তারকা। পাশাপাশি এদিনের ম্যাচের আগে নিউ ইয়র্কের পিচ চিন্তায় রেখেছে কোচ রাহুল দ্রাবিড়কে। স্পঞ্জি পিচে চোটাঘাতের সম্ভাবনা নিয়ে ছেলেদের সতর্কও করেছেন তিনি। তবে শুধুই পিচের পরিস্থিতি নয়, টিম ইন্ডিয়া সতর্ক প্রতিপক্ষকে নিয়েও। 

উল্লেখ্য, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত জয় করেছিল ২০০৭ সালে। তার পরে ১৭ বছর কেটে গিয়েছে। হয়ে গিয়েছে আরও সাতটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এক বারও ট্রফি জেতেনি ভারত। গত বছর আগস্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আয়ারল্যান্ড উড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই দলে অবশ্য অনুপস্থিত ছিলেন একাধিক সিনিয়র তারকা। চোট সারিয়ে কামব্যাক করা জশপ্রীত বুমরাহকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল বিসিসিআই। তিন ম্যাচের সিরিজের শেষেরটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিলেন রিঙ্কু সিং। তার আগে ২০২২ সালে ডাবলিনে ভারতের বিরুদ্ধ নজর কেড়েছিলেন পল স্টারলিং, হ্যারি টেক্টররা। এবার দেখার এদিনের ম্যাচ একপেশেই ভাবেই জিতে নেন কোহলিরা, নাকি কোনও অঘটন ঘটাতে পারে আয়ারল্যান্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File