দেশ

Smriti Mandhana: সিরিজে সমতা ফিরিয়ে অপরাজিত অর্ধশত রান করে ম্যাচের সেরা স্মৃতি

Smriti Mandhana: সিরিজে সমতা ফিরিয়ে অপরাজিত অর্ধশত রান করে ম্যাচের সেরা স্মৃতি
Key Highlights

IND-W vs ENG-W : জোর করে খেলানোর বদলা হরমনপ্রীতদের, মন্ধানার অর্ধশতরানে সিরিজে সমতা ফেরাল ভারতের মহিলা দল ইংল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে আট উইকেটে হারিয়ে দিল ভারতের মহিলা দল।

টসে জিতে ইংল্যান্ডের ব্যাট করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। প্রথমে ১৬ রানে তিন উইকেট, সেখান থেকে ৫৪ রানে পাঁচ উইকেট পড়ে যায় তাদের। ইংল্যান্ডকে লজ্জার হাত থেকে বাঁচান মাইয়া বাউটার এবং ফ্রেয়া কেম্প। দু’জনে ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩৪ রানে মাইয়া ফেরার পর ইংল্যান্ডকে টানেন কেম্প। ৫১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪২ তোলে ইংল্যান্ড।

প্রথম ম্যাচে হেরে গিয়ে মাঠের খারাপ পরিস্থিতিকে দুষেছিলেন হরমনপ্রীত কৌররা। দ্বিতীয় ম্যাচে ভাল পরিবেশ পেয়েই ঘুরে দাঁড়াল ভারতের মহিলা দল। ইংল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিল আট উইকেটে। অপরাজিত অর্ধশতরান স্মৃতি মন্ধানার। একার হাতেই ম্যাচ জেতালেন ভারতকে। সিরিজে সমতা ফেরাল হরমনপ্রীতের দল।

গর্বের বিষয়, রান তাড়া করতে নেমে কখনওই সমস্যার মধ্যে পড়তে হয়নি ভারতীয় দলকে। প্রথম উইকেটেই উঠে যায় ৫৫ রান। এর পর ২০ রানে শেফালি বর্মা এবং ন’রানে দয়ালন হেমলতা আউট হওয়ার পর ভারতকে জিতিয়ে দেন স্মৃতি (অপরাজিত ৭৯) এবং হরমনপ্রীত (অপরাজিত ২৯)। স্মৃতির ইনিংসে রয়েছেন ১৩টি চার। হরমন চারটি চার মেরেছেন। ম্যাচের সেরা হয়েছে স্মৃতিই।


Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Val Kilmer | ক্যানসারের কাছে হার মানলেন 'ব্যাটম্যান'! প্রয়াত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার!
Waqf Amendment Bill | লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! এই ওয়াকফ বিল আসলে কী?
Siliguri Murder | বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে গিয়েছিল, শিলিগুড়ির জঙ্গলে মিললো নবম শ্রেণির ছাত্রীর মৃতদেহ !
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo